<ul> <li>এক দিনে বাংলার তিন মামলার শুনানি পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে। SSC, DA এবং OBC সার্টিফিকেট মামলা পিছিয়ে গেল। ১৫ জানুয়ারি দুপুরে SSC মামলার শুনানি হবে সুপ্রিমকোর্টে। ডিএ মামলার শুনানি হবে মার্চে। আর, OBC সার্টিফিকেট মামলার শুনানি হবে ২৮ এবং ২৯ জানুয়ারি। </li> <li>বিজেপি ও কেন্দ্রীয় সরকারের বঞ্চনা নিয়ে মুখ খোলায় প্রতিহিংসার রাজনীতির শিকার হয়েছি। মঙ্গলবার নিয়োগ দুর্নীতি মামলায় ইডির চার্জ গঠনের সময় এমনই দাবি করে বিচারকের ধমক খেলেন কুন্তল ঘোষ। অন্যদিকে, পার্থ চট্টোপাধ্য়ায়-ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্য়ায় বিচারককে বলেন, সরকারের সঙ্গে যুক্ত ছিলাম না। কোনও অনৈতিক কাজের সঙ্গে তিনি যুক্ত নন। </li> <li>মানিক ভট্টাচার্যর মেডিক্য়াল বিল জমা দেওয়াকে কেন্দ্র করে বিধানসভায় তৈরি হল জটিলতা। বিলের তারিখ খতিয়ে দেখার সময় ধরা পড়ে, যে সময়ের বিল জমা দিয়েছেন, সেই সময় তিনি জেলে ছিলেন। প্রেসিডেন্সি জেলের সুপারকেও ডেকে পাঠান বিধানসভার অধ্যক্ষ। যদিও এ প্রসঙ্গে কিছু বলতে চাননি তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। </li> <li>পুরনো বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে উঠল মুর্শিদাবাদের ভগবানগোলা। দুই প্রতিবেশীর মধ্যে বিবাদ গড়াল ধুন্ধুমার পরিস্থিতিতে। গুরুতর আহত হয়েছেন দু'পক্ষের ১০ জন।</li> </ul>
from ভূমিকম্পে বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে কলকাতা, দার্জিলিং? https://ift.tt/irELks7
via IFTTT
from ভূমিকম্পে বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে কলকাতা, দার্জিলিং? https://ift.tt/irELks7
via IFTTT