West Bengal News Live Updates: রাজনৈতিক লোকই তো মাথা! বলছেন মালদায় নিহত তৃণমূল নেতার স্ত্রী

<p>১। অনুপ্রবেশ নিয়ে বিএসএফকে মমতার আক্রমণ (Mamata Banerjee)। পাল্টা ৫ পাতার খোলা চিঠি শুভেন্দুর। ভোট ব্যাঙ্কের স্বার্থে সীমান্ত রক্ষী বাহিনীর অবমাননার অভিযোগ। (Suvendu Adhikari)<br /><br />২। অনুপ্রবেশকারীদের ভিড়ে ABT জঙ্গি! শ্রমিকের আড়ালে অসম থেকে বাংলায় ঢুকে শুরু সন্ত্রাসবাদী কার্যকলাপ। এক জঙ্গিকে জেরা করে বড় নেটওয়ার্কের হদিশ পেল অসম এসটিএফ। (Bangladeshi Infiltrators)&nbsp;<br /><br />৩। পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে সর্ষের মধ্যেই ছিল ভূত! উত্তর ২৪ পরগনায় পুলিশের তল্লাশি, পাসপোর্ট সেকশনে ভেরিফিকেশনের দায়িত্বে থাকা প্রাক্তন অফিসার গ্রেফতার! (Passport Fraud)<br /><br />৪। কলকাতা পুলিশের সিকিওরিটি কন্ট্রোল অফিসে বসেই পাসপোর্ট জালচক্র? জোড়-বিজোড়ের তারিখের সুযোগ নিয়ে বেছে বেছে ভেরিফিকেশনের নামে জালিয়াতি। (Kolkata Police)<br /><br />৫। জন্মের জাল শংসাপত্র দিয়ে পাসপোর্টের ছক। বর্ধমানে ২জনকে গ্রেফতারির সূত্র ধরে হুগলির সিঙ্গুর থেকে আরও ২জন গ্রেফতার। নেপথ্যে আর কারা? তদন্তে পুলিশ।<br /><br />৬। ২দিন পার, মোটিভ কী? মাস্টারমাইন্ডও বা কে? মালদায় তৃণমূল নেতা খুনে আরও ২জনের গ্রেফতারিতেও রহস্য। স্ত্রী বলছেন, বড় মাথা আছে। আসল অপরাধীদের যেন আড়াল না করা হয়। (Malda News)<br /><br />৭। তৃণমূল নেতার বাড়ির কাছেই আততায়ীদের ঘাঁটি, জানতেই পারল না কেউ! আশ্রয় থেকে রুটম্যাপ-সাহায্যের অভিযোগে ২জন গ্রেফতার। কোর্ট-নজরদারিতে সিবিআই চান শুভেন্দু। (TMC News)<br /><br />৮। মালদার পর এবার মুর্শিদাবাদ, ফের শ্যুটআউট। কর্মসূচিতে যাওয়ার সময় যানজটে তৃণমূলকর্মীদের বাস, বচসার সময় হঠাৎ গুলি।&nbsp;</p> <p>৯। মালদা, মুর্শিদাবাদের পর বীরভূম। এবার খুনের আশঙ্কা করার পরই বীরভূমে কেষ্ট ঘনিষ্ঠ তৃণমূল নেতার বাড়িতে বোমা।</p> <p>১০। মুর্শিদাবাদে তৃণমূল কর্মীর বাড়িতে বিস্ফোরণ, বোমার ভাণ্ডার। টার্গেট ছিলেন পুরসভার চেয়ারম্যান?&nbsp;</p> <p>১১। দ্বিতীয় হুগলি সেতুতে প্রকাশ্যে বেনজির সংঘাতে বাবুল সুপ্রিয় এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়। (Babul Supriyo) (Abhijit Gangopadhyay)</p> <p>১২। আর জি করে চিকিৎসককে ধর্ষণ-খুন। দেহ সৎকারে তাড়াহুড়ো থেকে সিবিআই-পুলিশের তদন্ত। ৩৫টি প্রশ্ন তুলে ফের তদন্তের আবেদন পরিবারের। (RG Kar Case)<br /><br />১৩। নিট পিজির কাউন্সেলিং নিয়ে কেন্দ্রের নির্দেশিকা ঘিরে বিতর্ক। কমল জেনারেল ক্যাটিগরির জন্য কাট অফ মার্কস। ন্যূনতম ১৫ শতাংশ নম্বর পেলেই মিলবে সুযোগ।<br /><br />১৬। হঠাৎ ভাঙল উত্তর সিকিমের লাচুংয়ে লোহার সেতু। গ্যাংটকের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। আটকে থাকা পর্যটকদের উদ্ধার। ঘুরপথে যাতায়াত।<br /><br />১২। সম্পর্কে টানাপোড়েনের মধ্যেই ভারত-বাংলাদেশে আটক মৎস্যজীবী আদানপ্রদান। ওপার বাংলা থেকে এপারে ফিরবেন ৯৫জন। <br /><br /></p>

from RG Kar News: নতুন করে আর জি কর কাণ্ডের তদন্তের আবেদন, উত্তর মিলবে ৩৫টি প্রশ্নের? https://ift.tt/9e0Ya87
via IFTTT

Post a Comment

Previous Post Next Post