TMC News: পুলিশের সামনেই আক্রান্ত আরাবুল। নিশানায় সওকত। একে অপরের বিরুদ্ধে থানায় নালিশ।

<p>ABP Ananda Live: প্রতিষ্ঠা দিবসেও ভাঙড়ে তৃণমূল বনাম তৃণমূল! আরাবুলের উপর হামলা। গাড়িতে ইট-পাথর, কংক্রিটের চাঙড়। ছেলেকে নিয়ে পালালেন তাজা নেতা। পুলিশের সামনেই আক্রান্ত আরাবুল। নিশানায় সওকত। একে অপরের বিরুদ্ধে থানায় নালিশ।&nbsp;</p> <p>&nbsp;</p> <p>আরও খবর, কলকাতার বুকে কয়েক কোটির জাল জীবনদায়ী ওষুধের হদিশ মেলার পর, ক্রেতা ও বিক্রেতা, উভয়ের মধ্যেই ক্রমশ &nbsp;বাড়ছে আতঙ্ক। ওষুধ বিক্রি করতে গিয়ে ক্রেতাদের নানান প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে ব্যবসায়ীদের। অন্যদিকে জাল ওষুধ কিনে ফেলার ভয়ে বারবার যাচাই করে নিতে চাইছেন ক্রেতারাও।&nbsp;</p> <p>বিচার এখনও মিলল না! যে প্রশ্নগুলো ঘিরে ধোঁয়াশা, তার কোনও সদুত্তরও এখনও তাদের কাছে নেই। সাড়ে ৪ মাস কেটে গেলেও এমনই দাবি আর জি কর মেডিক্য়ালের নিহত চিকিৎসকের মা-বাবার। ফের সিবিআইয়ের ভূমিকায় ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা। &nbsp;</p>

from 'তৃণমূলে ভাল মানুষ হাতে গোনা', ফিরহাদের 'গঙ্গাজল' মন্তব্যের পাল্টা শমীকের https://ift.tt/wSOopN4
via IFTTT

Post a Comment

Previous Post Next Post