<p>সাতসকালে কলকাতায় ভূমিকম্প অনুভূত হয়। সকাল ৬ টা ৩৫ নাগাদ কেঁপে ওঠে মাটি। দুলতে শুরু করে বহুতল। উৎসস্থল নেপালে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.১। কম্পনের তীব্রতা ছিল বেশ বেশি। শুধু ভারত নয়, মোট ৫টি দেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। বছর শুরুতেই এই ভূমিকম্পে ছড়িয়েছে আতঙ্ক। রাজ্যে বিভিন্ন জায়গায় কম্পন অনুভূত হয়েছে। উত্তরবঙ্গে পরপর ২ বার ভূমিকম্প অনুভূত হয়। ক্ষয়ক্ষতির খবর এখনও জানা যায়নি। </p> <p>সূত্রের খবর, নেপালের গোকর্ণেশ্বরের কাছে লোবুচে থেকে ৯০ কিলোমিটার উত্তর-পূর্বে ভূমিকম্পের উৎসস্থল। সেখানে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭ দশমিক ১। বিহারের মধুবনী জেলাতেও কম্পন অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে। ভারত, নেপাল, বাংলাদেশের সঙ্গে কম্পন টের পাওয়া গেল চিন, ভুটানেও। চিনে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬ দশমিক ৮। নেপালে ভূমিকম্পের প্রভাবে মঙ্গলবার দিল্লি-এনসিআর এবং বিহারের বেশ কয়েকটি এলাকাকেঁপে ওঠে মাটি। কেঁপে ওঠে উত্তর ভারতের বিভিন্ন এলাকা। </p> <p>শীতের সকালে কেউ কেউ তখন গভীর ঘুমে, কেউ ছিলেন অফিসের কাজে, কেউ ছিলেন মর্নিং ওয়াকে, আচমকা কিছুক্ষণের জন্য যেন সব কিছুকে থমকে দেয় কম্পন। শিড়দাঁড়া বেয়ে নামে হিমেল স্রোত! অজানা বিপদে সঙ্কেত পেয়ে অফিস খালি করে নেমে পড়েন অনেকে। কলকাতায় অনেকে কম্পন বুঝতে না পারলেও নেপালে অনেকেই নেমে আসেন রাস্তায়। </p> <p> </p> <blockquote class="twitter-tweet"> <p dir="ltr" lang="ca">7.0 magnitude <a href="https://twitter.com/hashtag/earthquake?src=hash&ref_src=twsrc%5Etfw">#earthquake</a>. 90 km from Lobujya, ER, <a href="https://twitter.com/hashtag/Nepal?src=hash&ref_src=twsrc%5Etfw">#Nepal</a> <a href="https://ift.tt/Wqas1kV> — Earthquake Alerts (@QuakesToday) <a href="https://twitter.com/QuakesToday/status/1876438870579114166?ref_src=twsrc%5Etfw">January 7, 2025</a></blockquote> <p> <script src="https://platform.twitter.com/widgets.js" async="" charset="utf-8"></script> </p> <p> </p> <p>( বিস্তারিত আসছে ) </p> <p> </p> <p> </p>
from HMPV News: কতটা ভয়াবহ হতে পারে HMPV? কী বলছেন চিকিৎসকরা? ABP Ananda live https://ift.tt/1vuzhgN
via IFTTT
from HMPV News: কতটা ভয়াবহ হতে পারে HMPV? কী বলছেন চিকিৎসকরা? ABP Ananda live https://ift.tt/1vuzhgN
via IFTTT