<p>ABP Ananda LIVE: ভাটপাড়া পুরসভায় চেয়ারম্য়ান রিলিফ ফান্ডে আসা টাকা তছরূপের অভিযোগ। বৃহস্পতিবার অর্জুন সিংকে জিজ্ঞাসাবাদ করল CID। এদিকে ভাটপাড়া পুরসভায় টেন্ডার দুর্নীতি মামলায় শুক্রবার ফের তলব করা হয়েছে ছেলে পবন সিংকে। </p> <p><strong> আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় রায় ঘোষণা ১৮ জানুয়ারি</strong></p> <p> আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় রায় ঘোষণা ১৮ জানুয়ারি। ওই দিন রায় ঘোষণা করবে শিয়ালদা আদালত। আর জি কর মেডিক্যালে ধর্ষণ-খুনের মামলার বিচারপ্রক্রিয়া শেষ। ১৮ জানুয়ারি দুপুর ২.৩০টে নাগাদ রায় ঘোষণা হবে। আর জি করের ঘটনার পাঁচ মাসের মাথায় রায় ঘোষণা হতে চলেছে। (RG Kar Verdict)</p> <p>আর জি কর ধর্ষণ এবং খুনের মামলায় বিচার প্রক্রিয়া শুরু হয়েছিল গত ১১ নভেম্বর। বৃহস্পতিবার, ঠিক দু'মাসের মাথায় বিচারপর্ব শুরু হয়। আর সেখানেই রায় ঘোষণার দিন নির্দিষ্ট ভাবে জানানো হল। এদিন আদালতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (CBI)-র আইনজীবী, নির্যাতিতার পরিবারের সদস্যরা, তাঁদের আইনজীবীরাও উপস্থিত ছিলেন।</p>
from 'এক্সট্রা DNA কোথা থেকে এল?' প্রশ্ন জুনিয়র ডাক্তারের https://ift.tt/6rUeGTP
via IFTTT
from 'এক্সট্রা DNA কোথা থেকে এল?' প্রশ্ন জুনিয়র ডাক্তারের https://ift.tt/6rUeGTP
via IFTTT