<p>বাংলাদেশের জঙ্গি সংগঠন আনসারুল্লা বাংলার টার্গেট পশ্চিমবঙ্গ? জোর কদমে চলছিল স্লিপার সেল তৈরির কাজ। মুর্শিদাবাদে মাদ্রাসার আড়ালে মগজধোলাই? গোয়েন্দাদের হাতে চাঞ্চল্যকর তথ্য। </p> <p>মুর্শিদাবাদে ধৃত জঙ্গির বাংলাদেশ-যোগ আরও জোরালো। ধৃত আব্বাস আলির হরিহরপাড়ার বাড়িতে মিলল জঙ্গি সংগঠন, আনসারুল্লা বাংলার প্রধান জসিমুদ্দিন রহমানির বই। </p> <p>বাংলায় পর পর জালে জঙ্গি, উদ্বেগ বাড়াচ্ছে কাঁটাতারহীন সীমান্ত। ৯৬৩ কিমি এলাকাই খোলা। বেড়া বিহীন সীমান্ত দিয়েই অনুপ্রবেশ, অনুমান গোয়েন্দাদের। </p> <p>ক্যানিংয়ে ধৃত কাশ্মীরি জঙ্গি সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য। মুম্বই হামলার মূল চক্রী হাফিজ সইদের ছেলে তালহার সঙ্গে বৈঠক করে জাভেদ। যায় লস্কর ই তৈবার হেড কোয়ার্টার মুরিদকেতেও। </p> <p>লস্কর ই তৈবার কমান্ডার ইন চিফ হাফিজ সইদের ছেলে তালহার নির্দেশেই কি বাংলায় আসে জাভেদ? কী ছিল পরিকল্পনা? নাশকতা না অস্ত্র পাচার? জবাব খুঁজছে গোয়েন্দারা। </p> <p>মুরিদকেতে লস্কর ই তৈবার হেড কোয়ার্টারে ট্রেনিং দেওয়া হয় ২৬/১১-র হামলাকারী আজমল কাসভকে। জাভেদকেও কি কাসভের ধাঁচে ট্রেনিং? নাশকতার লক্ষ্যেই কি বাংলায়? </p> <p>এবার বাংলাদেশি অনুপ্রবেশকারী-যোগে গ্রেফতার তৃণমূল কর্মী। সরকারি নথি জাল করে দেওয়ার অভিযোগ। ধৃত তৃণমূলকর্মী সহ ২। বালুরঘাটে জালে আরও ১ বাংলাদেশি। </p> <p>অসম STF-এর অপারেশন 'প্রঘাত', আরও এক জঙ্গি গ্রেফতার। ধুবড়িতে পাকড়াও শাহিনুর ইসলাম। উদ্ধার আধার, প্যান, পাসপোর্ট। </p> <p>ফের পার্ক স্ট্রিট থেকে গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারী। বাজেয়াপ্ত ভুয়ো আধার, প্যান কার্ড। নদিয়া থেকেও ৩ বাংলাদেশি সহ গ্রেফতার ৬। </p> <p>ভুয়ো নথির ভিত্তিতেই তৈরি আসল পাসপোর্ট! কোনও অস্তিত্ব নেই বার্থ সার্টিফিকেট বা ভোটার কার্ডের। কলকাতা পুলিশকে জানাল সংশ্লিষ্ট পঞ্চায়েত, পুরসভা। কীসের ভিত্তিতে ভেরিফিকেশন, উঠছে প্রশ্ন। </p> <p>অভিষেকের অফিসের আধিকারিক পরিচয় দিয়ে প্রতারণার চেষ্টার অভিযোগে ধৃত ৩। MLA হস্টেলের বুকিং রেজিস্টার বাজেয়াপ্ত করল পুলিশ। সুপারের কাছে আরও তথ্য তলব। </p> <p>বিজেপি বিধায়কের চিঠির ভিত্তিতে যার নামে MLA হস্টেলের রুম বুক, খোঁজ মেলেনি সেই শেখ ইমরানের। ফোন নম্বরের সূত্র ধরে ধৃত মূল অভিযুক্ত জুনেদুল, দাবি পুলিশ সূত্রের। </p> <p>আরও বিপাকে পার্থ চট্টোপাধ্যায়। প্রাথমিক দুর্নীতি মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল সিবিআই। নাম রয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী, তাঁর ঘনিষ্ঠ ব্যবসায়ী ও অয়ন শীলের নাম। </p> <p>আগামী শিক্ষাবর্ষ থেকে প্রাথমিকে চালু ক্রেডিট বেসড সিমেস্টার ব্যবস্থা। বছরে ২টি সিমেস্টার। জুনে প্রথম, ডিসেম্বরে দ্বিতীয়। পর্ষদের দেওয়া প্রশ্নেই হবে পরীক্ষা। </p>
from লেজে খেলাচ্ছে বাঘিনী, ফের ডেরা বদল https://ift.tt/HLSr5fT
via IFTTT
from লেজে খেলাচ্ছে বাঘিনী, ফের ডেরা বদল https://ift.tt/HLSr5fT
via IFTTT