<p>বাংলাদেশের হিন্দুদের রক্ষায় এবার রাষ্ট্রসংঘের সহায়তা চাইল বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট। সেই সঙ্গে জোটের মুখপাত্র চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তি দাবি করে বিশ্ব মানবাধিকার দিবসে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে আজ বাংলাদেশসহ সারা পৃথিবীর হিন্দুদের মুখে কালো কাপড় বেঁধে এবং চিন্ময় দাসের মুক্তির প্ল্যাকার্ডের ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করার অনুরোধ জানিয়েছে জোট। সোমবার সন্ধ্যায় জোটের পক্ষে এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়। আজ ফেসবুকসহ বিভিন্ন সোশাল মিডিয়ায় ছবি পোস্টের পাশাপাশি বুধবার প্রার্থনার দিনক্ষণ নির্ধারণ করা হয়। বুধবার গীতা জয়ন্তী উপলক্ষে প্রতিটি মন্দিরে চিন্ময় দাসের মুক্তি কামনায় গীতাপাঠ করার আহ্বান জানানো হয় বিবৃতিতে।</p>
from RG Kar Protetst:RG করকাণ্ডে ৯০ দিনেও চার্জশিট দিতে ব্যর্থ CBI। প্রতিবাদে মিছিল আইএসএফের https://ift.tt/VlTPowE
via IFTTT
from RG Kar Protetst:RG করকাণ্ডে ৯০ দিনেও চার্জশিট দিতে ব্যর্থ CBI। প্রতিবাদে মিছিল আইএসএফের https://ift.tt/VlTPowE
via IFTTT