WB News :আইবুড়ো ভাতের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই!অফিস যাত্রার পথেই সারপ্রাইজ।মেনুতে কী কী চমক?

<p>ABP Ananda LIVE : আগামী জানুয়ারিতে বিয়ে প্রতিদিনের সহযাত্রীর। অফিস যাত্রার পথেই সারপ্রাইজ গিফট বাকিদের। আইবুড়ো ভাতের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই। মাটির থালায় মেনুতে চিংড়ি, পমফ্রেট, মটন কষা।&nbsp;</p> <p>আরও খবর,</p> <p>এবার কি আফগানিস্তানের পথে বাংলাদেশ? নারী স্বাধীনতা খর্ব হচ্ছে বাংলাদেশে? গোপালগঞ্জে আজ থেকে বাজারে যাওয়া নিষেধাজ্ঞা জারি মহিলাদের। ফতোয়া জারি করেছে মৌলবাদীরা।&nbsp; 'এটাই হওয়ার ছিল আসতে আসতে বাংলাদেশ প্রস্তর যুগে চলে যাবে এবং আফগানিস্তানের মত হয়ে যাবে। বাংলদেশে যারা পিছন কলকাঠি নাড়ছে তারা চাইছে বাংলাদেশ আসতে আসতে খিলাফত শাসনের দিকে নিয়ে যেতে'। মন্তব্য ব্রিগেডিয়ার দেবাশিস দাসের ।&nbsp;বাংলাদেশে গণতন্ত্রের 'গণহত্যা'। হিন্দু নিপীড়নের একের পর এক ছবি প্রকাশ্যে। সুনামগঞ্জে একের পর এক বাড়ি-দোকান ভাঙচুর ভাঙা হয়েছে অন্তত ২টি মন্দির। মন্দিরে ভাঙচুর করে লুঠপাঠ চালায় দুষ্কৃতীরা। দোয়ারাবাজার থানা এলাকায় মঙ্গলারগাঁও গ্রামেও আক্রান্ত হিন্দুরা। বেছে বেছে হিন্দুদের বাড়িঘর, দোকান ভাঙচুর। পঞ্চগড় জেলার বোদা উপজেলাতেও একাধিক মন্দির ভাঙচুর। পুলিশের কাছে অভিযোগ করেও লাভ হয়নি বলে অভিযোগ।</p> <p>&nbsp;</p> <p>&nbsp;</p>

from আমডাঙায় জাতীয় সড়কের পাশে বেআইনি গ্যাস গোডাউনে বিধ্বংসী আগুন https://ift.tt/USI5pa6
via IFTTT

Post a Comment

Previous Post Next Post