<p>ABP Ananda Live: প্রাইমারি নিয়োগ দুর্নীতি মামলায়, ED-র তরফে যে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করা হয়েছে, তাতে নাম রয়েছে লিপস অ্য়ান্ড বাউন্ডসের।</p> <p> </p> <p>আরও খবর, ভর সন্ধ্যায় বাগমারিতে বোমাবাজি। মঙ্গলবার স্থানীয় ক্লাবের কাছে একটি নির্মীয়মাণ বাড়ির নিচে বসেছিলেন ২ যুবক। অভিযোগ রাত সাড়ে ৮টা নাগাদ পাশের পাড়ার বেশ কয়েকজন বাসিন্দা সেখানে আসেন। পুরনো কোনও বিষয় নিয়ে তর্কাতর্কি শুরু হয় দুপক্ষের। বচসা থেকে উত্তেজনা ছড়ায়। স্থানীয়দের অভিযোগ পাশের পাড়ার বাসিন্দারা ৩টি বোমা ছোড়ে। লাঠি দিয়েও হামলা চালানো হয় বলে অভিযোগ। মাথা ফাটে এক স্থানীয় যুবকের। এলাকাবাসী রাস্তায় বেরোলে চম্পট দেয় হামলাকারীরা। ঘটনায় ২ জনকে আটক করেছে মানিকতলা থানার পুলিশ। এলাকায় রয়েছে পুলিশি পাহারা। </p> <p>গভীর রাতে কারখানায় বিধ্বংসী আগুন। আতঙ্ক ছড়াল উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। মঙ্গলবার মধ্যরাতে সোহারই মোড় এলাকায় এক বিস্কুট কারখানায় আগুন লাগে। দ্রুত বিধ্বংসী চেহারা নেয় আগুন। ছড়িয়ে পড়ে কারখানার দ্বিতীয় ও তৃতীয় তলে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের চারটি ইঞ্জিন। এই অগ্নিকান্ডের ঘটনায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে এলাকাজুড়ে। আশেপাশে একাধিক গোডাউন ও জনবসতি থাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। এলাকায় রয়েছে বিশাল পুলিশ বাহিনী। </p>
from Tollywood Controversy: ইচ্ছে মতো ছুটি ঘোষণা করার কোনও অধিকার ফেডারেশনের নেই: অনিবার্ণ https://ift.tt/JgYINBa
via IFTTT
from Tollywood Controversy: ইচ্ছে মতো ছুটি ঘোষণা করার কোনও অধিকার ফেডারেশনের নেই: অনিবার্ণ https://ift.tt/JgYINBa
via IFTTT