Suvendu Adhikari: শুভেন্দুর আক্রমণের জবাব ইসকনের ভাইস প্রেসিডেন্টের, বললেন রাজনীতি নয়, প্রভুর সেবা করি

<p><strong>সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: </strong>বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দিঘায় জগন্নাথ মন্দির পরিদর্শনে যাওয়ায় রাজ্যের বিরোধী দলনেতার কটাক্ষের সামনে পড়তে হয়েছিল রাধারমণ দাসকে। আজ নিজের অবস্থান ব্যাখ্যা করলেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস। বললেন, রাজনীতি নয়, তাঁরা প্রভুর সেবা করেন।</p> <p>কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস বলেছেন, 'আমার নামের পর দাস আছে। আমরা প্রভুর সেবা করি।'</p> <p>মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিঘার জগন্নাথ মন্দিরে যাওয়ায় বুধবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর চরম কটাক্ষের শিকার হতে হয়েছিল তাঁকে। বৃহস্পতিবার নিজের অবস্থান ব্যাখ্যা করলেন ইসকন কলকাতার ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস। ফের একবার জানিয়ে দিলেন রাজনীতি নয়, ভগবানের সেবা করাই তাঁদের মূল লক্ষ্য। <br /><br />পরের বছর তিরিশ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন, উদ্বোধন হবে দিঘার জগন্নাথ মন্দিরের। ধুমধাম করে করা হবে রথযাত্রাও। সম্পূর্ণ রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হওয়া দিঘার সেই জগন্নাথ মন্দির কাজ সরেজমিনে পরিদর্শন করতে বুধবার সেখানে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। <br /><br />মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে তাঁর সঙ্গে সেখানে যান ইসকন কলকাতার ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস। মন্দিরের ট্রাস্টি বোর্ডে অন্যান্যদের সঙ্গে ইসকনের একাধিক প্রতিনিধিকে রাখারও সিদ্ধান্ত হয়েছে। এই প্রেক্ষাপটে মুখ্য়মন্ত্রীর সঙ্গে দিঘায় জগন্নাথ মন্দিরে যাওয়ায় রাধারমণ দাসকে কটাক্ষ করেন বিরোধী দলনেতা। <br /><br /><a title="শুভেন্দু অধিকারী" href="https://ift.tt/PqWyzh7" data-type="interlinkingkeywords">শুভেন্দু অধিকারী</a> বলেন, 'আমার লজ্জা লেগেছে মাননীয় রাধারমণ দাসজিকে দেখে। শ্রীল প্রভুপাদ ইসকন তৈরি করেছেন শ্রীচৈতন্য়দেবের ভাবধারায়। শ্রীচৈতন্য়দেবের পুরীধাম নিয়ে যে কথা আছে, যা শ্রীল প্রভুপাদ গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন রথযাত্রার মধ্য় দিয়ে। আপনি পাশে দাঁড়িয়ে আপত্তি করলেন না মাননীয় রাধারমণজি? আপনার আপত্তি করা উচিত। কারণ, আপনি ইসকন কলকাতার একজন কার্যকর্তা। আপনি আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে আপত্তি না করে, শ্রীল প্রভুপাদ, প্রভু শ্রী চৈতন্য়দেব, শ্রীপুরী ধাম, তাঁকে অপমান করলেন <a title="মমতা বন্দ্যোপাধ্যায়" href="https://ift.tt/uvPQRzd" data-type="interlinkingkeywords">মমতা বন্দ্যোপাধ্যায়</a>, আপনি তার সাক্ষী থাকলেন।<br /><strong><u><br /></u></strong>এদিন অবশ্য নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন ইসকন কলকাতার ভাইস প্রেসিডেন্ট। রাধারমণ দাস বলেছেন, 'আমরা রাজনীতি করি না। আমরা রাজনীতি করতে যাইনি। এই বিষয়ে রাজনীতিকে আনা ঠিক নয়।'<br /><br />দিঘার জগন্নাথ মন্দিরের ট্রাস্টি বোর্ডে ইসকনকে রাখার সিদ্ধান্ত নিয়েছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। ট্রাস্টি বোর্ডের নেতৃত্বে থাকবেন মুখ্য় সচিব। থাকবেন ইসকনের একাধিক প্রতিনিধি। সনাতন ধর্মের সভাধিপতি, দিঘার জগন্নাথ মন্দিরের পুরোহিত, থাকবেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক, পুলিশ সুপার। তাঁরাই মন্দির পরিচালনার কাজ করবেন।</p> <p>মুখ্য়মন্ত্রী জানিয়েছেন, আগামী রথ যাত্রায় দিঘায় থাকবেন তিনি। সঙ্গে থাকবেন ইসকন কলকাতার ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস। মূল মন্দির ছাড়াও, তৈরি করা হয়েছে জগন্নাথ দেবের মাসির বাড়ির। তার সামনে নির্মাণ করা হয়েছে ঘাট। তৈরি করা হয়েছে রথ রাখার জায়গা।</p> <p><strong>আরও পড়ুন:&nbsp;<a title="চীনের বিরুদ্ধে কিস্তিমাত! দাবায় সবচেয়ে কম বয়সে বিশ্বচ্যাম্পিয়ন হয়ে রেকর্ডবুকে গুকেশ" href="https://ift.tt/L83z1yl" target="_self">চিনের বিরুদ্ধে কিস্তিমাত! দাবায় সবচেয়ে কম বয়সে বিশ্বচ্যাম্পিয়ন হয়ে রেকর্ডবুকে গুকেশ</a></strong></p> <div class="dottedimg"> <p><strong><em>আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও।&nbsp;<a title="যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।" href="https://ift.tt/jI78NSk" target="_blank" rel="nofollow noopener" data-saferedirecturl="https://www.google.com/url?q=https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/&amp;source=gmail&amp;ust=1713076608247000&amp;usg=AOvVaw3q4jYa74bdg5CsIbsi72_9">যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।</a></em></strong></p> </div>

from Mitali Express: দীর্ঘ ৬ মাস পর বাংলাদেশ থেকে ভারতে ফিরল মিতালি এক্সপ্রেস https://ift.tt/YkOAr4V
via IFTTT

Post a Comment

Previous Post Next Post