<p><strong>কলকাতা: </strong>CBI-এর চার্জশিট দেওয়া উচিত ছিল, দেয়নি। এটা ব্যর্থতা। সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডল জামিন পাওয়ার পর, এভাবেই কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়ে মন্তব্য করলেন নিহত চিকিৎসকের মা। অন্যদিকে আর জি কর-কাণ্ডের মামলা ফের পুলিশের হাতেই ফিরিয়ে দেওয়া উচিত বলে মনে করছেন মন্ত্রী ফিরহাদ হাকিম। অনেক কষ্ট করে মেয়েকে ডাক্তারি পড়িয়েছিলেন বাবা-মা। ডাক্তার হয়ে, সেই মেয়ে যখন রাতের পর রাত হাসপাতালে থেকে কর্তব্য় পালন করত। তখন দুশ্চিন্তা নয়, গর্ব হত তাদের। কখনও মনে হয়নি, কর্মস্থলেই এরকম ভয়ঙ্কর পরিণতি হতে পারে। বিচার পেতে, ভরসা করেছিলেন যে CBI-এর ওপর, তারাও চূড়ান্ত হতাশ করেছে।</p> <p>কেন্দ্রীয় এজেন্সি ৯০ দিনে চার্জশিট দিতে ব্য়র্থ হওয়ায় ধর্ষণ-খুনের মামলায় জামিন পেয়ে গেছেন সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। এটা কিছুতেই মেনে নিতে পারছেন না নিহত চিকিৎসকের মা-বাবা।এই প্রেক্ষাপটে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, তাহলে সেই সারদা কিংবা নারদকাণ্ড থেকে শুরু করে কোনও মামলাতেই সিবিআই এখনও বছরের পর বছর পেরিয়ে গেলেও, বিচার মিলছে না কেন? সবটার নেপথ্য়েই কি রয়েছে সেই সেটিং? </p> <p>সম্প্রতি কুলতলিতে নাবালিকাকে ধর্ষণ-খুনে ৬২ দিনের মাথায় ফাঁসির সাজা হয়েছে। ফরাক্কায় নাবালিকাকে ধর্ষণ-খুনের মামলাতেও ২ মাসের মধ্যেই সাজা ঘোষণা হয়েছে। অন্য়দিকে, আর জি কর মামলায় সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল জামিন পেয়ে যাওয়ায় সিবিআইয়ের ভূমিকায় তৈরি হয়েছে তীব্র ক্ষোভ। যাকে এখন হাতিয়ার করছে তৃণমূল। এই বিতর্কের মধ্যে এখন একটাই প্রশ্ন জোরালোভাবে উঠেছে, কেন্দ্রীয় এজেন্সির উপর কি আর সাধারণ মানুষের ভরসা থাকবে? এজেন্সির হাতে ঝুলে থাকা অজস্র মামলায় কবে বিচার হবে?</p> <p>সিবিআই নব্বই দিনে চার্জশিট দিতে ব্য়র্থ হওয়ায়, আর জি করে ধর্ষণ-খুনের মামলায় জামিন পেয়ে গেছেন সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি। কেন্দ্রীয় এজেন্সির এই ভূমিকা দেখেই ফের একবার সেটিংয়ের অভিযোগে সরব হয়েছে সিপিএম-কংগ্রেস। শনিবার একাধিক প্রতিবাদ মিছিলেও, স্লোগান থেকে প্ল্য়াকার্ডে ফুটে উঠেছে সেটিংয়ের তত্ত্ব।</p> <p>আরও পড়ুন: <a title="West Bengal News LIVE Updates: আর জি কর-কাণ্ডে সন্দীপ-অভিজিতের জামিন, CBI-এর বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগে ফের পথে চিকিৎসকরা" href="https://ift.tt/JxFkVBe" target="_blank" rel="noopener">West Bengal News LIVE Updates: আর জি কর-কাণ্ডে সন্দীপ-অভিজিতের জামিন, CBI-এর বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগে ফের পথে চিকিৎসকরা</a></p> <p><strong>আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। <a title="যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে" href="https://ift.tt/r7pDW95" target="_blank" rel="nofollow noopener">যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে</a></strong></p> <p> </p>
from 'হতাশার কিছু হয়নি, বিচার ছিনিয়ে আনতে হবে', বললেন নির্যাতিতার মা https://ift.tt/2r87vRG
via IFTTT
from 'হতাশার কিছু হয়নি, বিচার ছিনিয়ে আনতে হবে', বললেন নির্যাতিতার মা https://ift.tt/2r87vRG
via IFTTT