Rabindra Sarobar: রবীন্দ্র সরোবরে বেআইনি নির্মাণ কেন? প্রতিবাদে সরব লেক লাভার্স অ্যাসোসিয়েশন

<p>ABP Ananda Live: জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ অমান্য করে রবীন্দ্র সরোবরে চলছে বেআইনি নির্মাণ। এই অভিযোগ তুলে বিক্ষোভ দেখাল লেক লাভার্স অ্যাসোসিয়েশন। সঙ্গে ছিলেন প্রাতর্ভ্রমণকারীরা। মেয়র জানিয়েছেন, কোনও নির্মাণকাজ হচ্ছে না। রক্ষণাবেক্ষণের কাজ হচছে। কয়েকটা টালি নড়ছিল, সেগুলো ফিক্স করতে বলা হয়েছে।</p> <p>&nbsp;</p> <p>চম্পাহাটিতে বাজি কারখানায় ফের বিস্ফোরণ। ঘটনায় তিনজন আহত হয়েছেন। বাজি কারখানায় বিস্ফোরণের জেরে ঝলসে গেলেন মহিলা-সহ তিন জন ! চম্পাহাটির হাঁড়ালে ঘটনাটি ঘটে। বিস্ফোরণে গুরুতর আহতদের নাম- পিন্টু মণ্ডল, শঙ্করী সর্দার ও ভক্তি সর্দার। আশঙ্কাজনক অবস্থায় আহতদের আনা হল বাঙুর হাসপাতালে।</p> <p>এক বাজি ব্যবসায়ী বলেন, 'এবছর কালীপুজোয় বাজার খুব খারাপ ছিল। অনেকের বাজি বিক্রি হয়নি। ওঁর বাজিও বিক্রি হয়নি। ওঁর কিছু মাল ছিল। সেগুলো ঘরে রাখা ছিল। ওঁর বউ রান্না করছিলেন। হঠাৎ গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। আগুন ছিটকে যে ঘরে মালপত্র ছিল সেখানে চলে যায়। তাতে আগুন লেগে যায়। বাড়িটা পিন্টু মণ্ডলের।'</p> <p>কখনও এগরা, কখনও বজবজ কিংবা মহেশতলা, কখনও আবার দত্তপুকুর। গত কয়েক বছরে রাজ্য়ের নানা প্রান্তে বেআইনিভাবে বাজি মজুত করায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আর কবে বাজি কারখানার ক্লাস্টার তৈরি হবে ? কবে বন্ধ হবে, ঘরে ঘরে অবৈধ বাজি তৈরির কাজ ? উঠছে প্রশ্ন।</p>

from বর্ষবরণের অনুষ্ঠান নিয়ে কী সিদ্ধান্ত পুলিশ কমিশনার মনোজ বর্মার? https://ift.tt/MWwg3Yb
via IFTTT

Post a Comment

Previous Post Next Post