Potato Price Update : অনির্দিষ্টকালের ধর্মঘট হচ্ছেই, আকাশ ছুঁতে পারে আলুর দাম

<p><strong>কলকাতা :</strong> রাজ্যের মন্ত্রী বেচারাম মান্নার সঙ্গে আলোচনাতেও মেলেনি সুরাহা। তাই সোমবার রাত থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পশ্চিমবঙ্গের আলু ব্যবসায়ীরা। পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি এই ধর্মঘট ডেকেছে। তাদের দাবিদাওয়া নিয়ে মন্ত্রী কোনও আশ্বাস দিতে না পারায় পরিকল্পিত কর্মসূচি জারি রাখার সিদ্ধান্ত নিয়েছে তারা। তারা অন্যান্য রাজ্যে আলু পাঠানো নিয়ে রাজ্য সরকারের নিষেধাজ্ঞা শিথিল করার দাবি জানিয়েছে। যদিও এই প্রতিবেদন লেখার সময় অবধি রাজ্য সরকারের তরফে নিষেধাজ্ঞা তোলার ব্যাপারে কোনও সিদ্ধান্ত জানানো হয়নি।&nbsp;</p> <p>এদিনই বিধানসভায় মুখ্যমন্ত্রী <a title="মমতা বন্দ্যোপাধ্যায়" href="https://ift.tt/ePBtMbi" data-type="interlinkingkeywords">মমতা বন্দ্যোপাধ্যায়</a> স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অভ্যন্তরীণ চাহিদা না মেটা পর্যন্ত রাজ্যের তরফে অন্য রাজ্যে আলু ও পেঁয়াজ রফতানিতে অনুমতি দেওয়া হবে না। এই পরিস্থিতিতে ব্যবসায়ীরা ধর্মঘট জারি রাখার সিদ্ধান্ত নেওয়ায় আগামী কয়েকদিনে বাজারে আলুর দাম আকাশ ছোঁয়ার আশঙ্কা রয়েছে। বাজরে গিয়ে হাতে ছেঁকা লাগতে পারে মধ্যবিত্তের।&nbsp;</p> <p>ইতিমধ্যেই পাইকারি বাজারে আলুর দামে নাভিঃশ্বাস উঠেছে রাজ্যের আমজনতার। জ্যোতি ও চন্দ্রমুখী আলু খোলা বাজারে যথাক্রমে ৩৫ ও ৪২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। প্রসঙ্গত, এদিন মন্ত্রীর সঙ্গে আলোচনায় কোনও সিদ্ধান্ত না হওয়ায় তিন মাসের মধ্যে এনিয়ে দ্বিতীয় বার প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির ব্যানারে ধর্মঘট ডাকলেন আলু ব্যবসায়ীরা। এর আগে গত অগাস্ট মাসে তাঁরা ধর্মঘট ডেকেছিলেন।&nbsp;</p> <p>সমিতির তরফে এক প্রতিনিধি জানিয়েছেন, এই মুহূর্তে রাজ্যের হিমঘরগুলিতে ৬.৫ লক্ষ মেট্রিক টন আলু মজুত রয়েছে। ডিসেম্বরে অভ্যন্তরীণ চাহিদার ৩ লক্ষ মেট্রিক টনের থেকে যা অনেকটাই বেশি। সেই কারণে, রাজ্যের তরফে অন্য রাজ্যে আলু রফতানিতে নিষেধাজ্ঞা জারি করা সম্পূর্ণ রূপে অযৌক্তিক।</p> <p>আলু কিনতে গিয়ে আগুন-বাজারে রীতিমতো হাত পুড়ছে মধ্যবিত্ত মানুষের। আলুর সঙ্গে ছেঁকা দিচ্ছে পেঁয়াজও। এনফোর্সমেন্ট ব্রাঞ্চ থেকে টাস্ক ফোর্স -- সবই আছে। কিন্তু কারও অভিযানে যে কোনও কাজ হয়নি, তা বাজারে গেলে হাড়ে হাড়ে টের পেয়েছে মধ্যবিত্ত মানুষ। এই প্রক্ষিতে সরকারকে না জানিয়ে কেন আলু রফতানি করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলে গত বৃহস্পতিবারই ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই নবান্নে মুখ্যসচিব বৈঠকে বসেন পুলিশ, বাজার সমিতি ও টাস্ক ফোর্সের সঙ্গে। বৈঠকে সিদ্ধান্ত হয়, মুখ্যমন্ত্রী অনুমতি না দিলে ভিনরাজ্যে আলু রফতানি হবে না।</p> <p><strong>আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও।&nbsp;<a title="যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে" href="https://ift.tt/sRTDel0" target="_blank" rel="nofollow noopener">যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে</a></strong></p>

from West Bengal News: কলকাতা মেডিক্যাল কলেজ থেকেও ছেঁটে ফেলা হল সুদীপ্তকে | ABP Ananda https://ift.tt/aUyAtN6
via IFTTT

Post a Comment

Previous Post Next Post