<p>ABP Ananda Live: জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ অমান্য করে রবীন্দ্র সরোবরে চলছে বেআইনি নির্মাণ। এই অভিযোগ তুলে বিক্ষোভ দেখাল লেক লাভার্স অ্যাসোসিয়েশন। সঙ্গে ছিলেন প্রাতর্ভ্রমণকারীরা। মেয়র জানিয়েছেন, কোনও নির্মাণকাজ হচ্ছে না। রক্ষণাবেক্ষণের কাজ হচ্ছে। কয়েকটা টালি নড়ছিল, সেগুলো ফিক্স করতে বলা হয়েছে।</p> <p> </p> <p>আরও খবর, অবশেষে বন দফতরের ঘুমপাড়ানি গুলিতে কাবু পলাতক বাঘিনী। অবশেষে বাগে এল পলাতক বাঘিনী। বাঘিনীর শারীরিক অবস্থা ঠিক আছে, পুনর্বাসন কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে, দাবি বন দফতরের।</p> <p>উত্তর ২৪ পরগনায় রমরমিয়ে পাসপোর্ট জালিয়াতি-চক্র। বারাসাত, মধ্যমগ্রামের ঠিকানাতেও বেশ কিছু নথি উদ্ধার। বারাসাত থেকে জাল নথি জোগাড় করেছিল পার্ক স্ট্রিটে ধৃত বাংলাদেশিও।</p> <p>জালে পাসপোর্ট জালিয়াতি কাণ্ডের অন্যতম মাথা। চাঁদপাড়া থেকে গ্রেফতার বেহালার ট্রাভেল এজেন্সির মালিক মনোজ গুপ্ত। আগেই গ্রেফতার সংস্থার কর্মী দীপঙ্কর দাস।</p>
from Fraud Case: অভিষেকের নাম করে 'তোলাবাজি', সূত্র খুঁজতে বিজেপি বিধায়ককে তলব https://ift.tt/HXknYTZ
via IFTTT
from Fraud Case: অভিষেকের নাম করে 'তোলাবাজি', সূত্র খুঁজতে বিজেপি বিধায়ককে তলব https://ift.tt/HXknYTZ
via IFTTT