JIS Meet: বিজ্ঞানের নানান প্রযুক্তি নিয়ে আলোচনার জন্য অনুষ্ঠিত হল আন্তর্জাতিক সম্মেলন | ABP Ananda LIVE

<p>ABP Ananda LIVE: বিজ্ঞানের নানান প্রযুক্তি নিয়ে আলোচনার জন্য হাওড়ার সাঁতরাগাছির জেআইএস ইন্সটিটিউট অফ অ্যাডভান্সড স্টাডিজ অ্যান্ড রিসার্চ সেন্টারে অনুষ্ঠিত হল আন্তর্জাতিক সম্মেলন। অ্যাডভান্সড মেটেরিয়ালস অ্যান্ড ম্যানুফ্যাকচারিং সম্পর্কিত আন্তর্জাতিক মানের এই আলোচনাসভায় উপস্থিত ছিলেন দেশ-বিদেশের একাধিক বিশিষ্ট অধ্যাপক, গবেষক ও বিজ্ঞানী।</p> <p>আরও খবর...</p> <p>লাইসেন্স বাতিল হতেই নাম বদলে কীভাবে নতুন লাইসেন্স পাচ্ছে নার্সিংহোম? ভরা সভায় প্রশ্ন তুলে এবার বর্ধমানের CMOH-কে হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের। স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও রোগী ফিরিয়ে বাতিল হয়েছে লাইসেন্স। নাম পাল্টে সেই নার্সিংহোমই কী ভাবে নতুন লাইসেন্স পাচ্ছে? এর জন্য আপনাকেই দায় নিতে হবে CMOH সাহেব। এটা করবেন না, তাহলে কিন্তু ঘেরাও করব। নার্সিংহোম সংগঠনের একটি অনুষ্ঠানে সরাসরি CMOH-কে হুঁশিয়ারি তৃণমূল বিধায়ক খোকন দাসের। বিধায়কের অভিযোগ খতিয়ে দেখা হবে, মন্তব্য CMOH-এর।&nbsp;</p>

from রাজভবনের সামনে তুমুল বিক্ষোভ কংগ্রেসের, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি https://ift.tt/ognkxwb
via IFTTT

Post a Comment

Previous Post Next Post