<p><strong>গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা:</strong> চাপের মুখে মামলা প্রত্যাহার। বাংলাদেশ থেকে ৯৫ জন ভারতীয় মৎস্যজীবীকে ফেরত পাঠাচ্ছে ইউনূস সরকার। গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে আন্তর্জাতিক জলসীমানা পেরিয়ে সুন্দরবনের ওই মৎস্যজীবীরা বাংলাদেশে ঢুকে পড়ে বলে অভিযোগ ওঠে। তাদের গ্রেফতার করে বাংলাদেশ নৌবাহিনী। </p> <p><strong>মৎস্যজীবীকে ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ:</strong> অবশেষে প্রতীক্ষার অবসান। বাংলাদেশের জেল থেকে মুক্তি পেয়ে দেশে ফিরতে চলেছেন ৯৫ জন ভারতীয় মৎস্যজীবী। মৎস্যজীবী সংগঠনের তরফে জানানো হয়েছে, গত অক্টোবর মাসে গভীর সমুদ্রে মাছ ধরতে কাকদ্বীপ থেকে রওনা দেয় ৬টি ট্রলার। আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন করে বাংলাদেশের জলসীমার মধ্যে ঢুকে পড়ার অভিযোগ ওঠে ৯৬ জন মৎস্যজীবীদের বিরুদ্ধে। ধরপাকড় চলাকালীন জলে ঝাঁপ দিলে একজনের মৃত্যু হয়। বাকি ৯৫ জনকে গ্রেফতার করে বাংলাদেশের নৌবাহিনী। তারপর থেকে বাংলাদেশের মংলা ও পটুয়াখালি জেলে বন্দি ছিলেন ভারতীয় মৎস্যজীবীরা। কয়েকদিন আগে নবান্নে বসে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, "৯৫ জন যে বাংলাদেশের জেলে আছে, সেটা আমরা জানি। কাল-পরশুর মধ্যেই ফিরে আসবে।''<br /><br />বাংলাদেশের অশান্ত পরিস্থিতির মধ্যেই গত ৯ ডিসেম্বর ঢাকায় গিয়ে বৈঠক করেন ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রী। এরপর বাংলাদেশের জেলে আটক ভারতীয় মৎস্যজীবীদের বিরুদ্ধে সমস্ত মামলা প্রত্যাহার করা হয়। জেলমুক্তির জন্য আদালতে আবেদন জানায় বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রক। ভারতীয় মৎস্যজীবীদের বাংলাদেশ থেকে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়। বাংলাদেশের জেলে আটক ভারতীয় মৎস্যজীবীদের বাড়ি ফেরার খবরে স্বস্তি বোধ করছেন তাঁদের আত্মীয়-পরিজনেরা। কয়েকদিনের মধ্যেই বাংলাদেশ থেকে ওই মৎস্যজীবীরা রাজ্যে ফিরবেন। অন্যদিকে, ভারতের জল সীমানায় ঢুকে পড়া বাংলাদেশের ৯০ জন মৎস্যজীবীকেও ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।</p> <p>এদিকে ফের অসম STF-এর জালে ধরা পড়েছে আনসারুল্লা বাংলা টিমের আরও এক জঙ্গি। রবিবার অসমের কোকড়াঝাড় থেকে গাজি রহমানকে গ্রেফতার করা হয়। সূত্রের খবর, গ্রেফতারি এড়াতে পরিচয় বদলের চেষ্টা করেছিল ওই জঙ্গি। অত্যাধুনিক অস্ত্র উদ্ধার নিয়ে তাকে জেরা করা হবে। জানতে চাওয়া হবে কোথা থেকে IED-প্রশিক্ষণ মিলেছিল? পাকিস্তান বা বাংলাদেশে গিয়ে এরা প্রশিক্ষণ নিয়েছিল কি না? এই নিয়ে অপারেশন প্রঘাতে মোট ১২ জন জঙ্গিকে গ্রেফতার করল অসম পুলিশের STF.</p> <p><strong><u><em>আপনার পছন্দের খবর আর আপডেট এখন পবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। <a title="যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।" href="https://ift.tt/V7fwrZi" target="_blank" rel="nofollow noopener">যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।</a></em></u></strong></p> <p><strong>আরও পড়ুন: <a title="Duare Sarkar: দুর্গম এলাকায় ফের দুয়ারে সরকার, কবে হবে? তারিখ ঘোষণা মুখ্যমন্ত্রীর" href="https://ift.tt/Zwxe6hL" target="_self">Duare Sarkar: দুর্গম এলাকায় ফের দুয়ারে সরকার, কবে হবে? তারিখ ঘোষণা মুখ্যমন্ত্রীর</a></strong></p>
from Mamata Banerjee : অবশেষে জালে বাঘিনী। বনদফতরকে সাধুবাদ জানালেন মুখ্যমন্ত্রী https://ift.tt/zk0fnoY
via IFTTT
from Mamata Banerjee : অবশেষে জালে বাঘিনী। বনদফতরকে সাধুবাদ জানালেন মুখ্যমন্ত্রী https://ift.tt/zk0fnoY
via IFTTT