Bangladesh News: 'বাংলাদেশের থেকে ভাল মনে করেছি, সেইজন্য এসেছি', বলছেন ভারতে চিকিৎসা করাতে আসা বাংলাদেশিরাই

<p><strong>কলকাতা :</strong> বাংলাদেশে রাজনৈতিক নেতারা যখন ভারতের বিরুদ্ধে বিষ উগরে দিচ্ছেন, তখন চিকিৎসার জন্য বাংলাদেশের নাগরিকদের ভরসা কলকাতারই হাসপাতাল। বুধবারও এই শহরে দেখা মিলল বাংলাদেশের একাধিক নাগরিকের। যাঁরা বাংলাদেশের তুলনায় কলকাতার চিকিৎসা পরিষেবাকে ঢের এগিয়ে রেখেছেন।</p> <p>বাংলাদেশের যে রাজনৈতিক নেতারা ভারতের বিরুদ্ধে সবথেকে বেশি বিষোদগার করছেন, তার মধ্যে অন্যতম BNP-র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভি।<br />যদিও, তাঁর নিজের দেশের লোকজনই সেকথা কানে তুলছেন না। রিজভি ভারতীয় পণ্য বর্জনের ডাক দিলেও, কলকাতায় চুটিয়ে কেনাকাটা করতে দেখা গেছে বাংলাদেশের নাগরিকদের। রিজভি বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার ভূয়সী প্রশংসা করলে, তাতেও কর্ণপাত করছেন না তাঁর দেশের নাগরিকরা। তাঁদের পছন্দ সেই কলকাতার হাসপাতাল।<br /><br />সম্প্রতি সাংবাদিক বৈঠকে থেকে রুহুল কবীর রিজভি প্রশ্ন তুলেছিলেন, ভারতে না গেলে বাংলাদেশের মানুষ কি চিকিৎসা পাবে না ? ওষুধ পাবে না ? <br /><br />অথচ, বাংলাদেশেরই নারায়ণগঞ্জের বাসিন্দা আবদুল জব্বরের সুর একেবারে উল্টো। বাংলাদেশ থেকে এসে, মায়ের কিডনির চিকিৎসা করিয়ে জব্বর বলছেন, এখানকার ব্য়বস্থাপনা থেকে ওষুধ--- সবই ঢের ভাল। তিনি বলেন, "ভরসা করেই তো ভারতে এসেছি। বাংলাদেশের থেকে ভাল মনে করেছি, সেইজন্য এখানে এসেছি। তিন মাস-ছয় মাস পরপর আসি, মা-কে চেকআপ করানোর জন্য।"<br /><br />ঢাকার বাসিন্দা আদনান মহম্মদ তো রুহুল কবীর রিজভির মন্তব্য প্রায় ফুৎকারে উড়িয়ে দিয়েছেন ! তিনি স্পষ্ট বলছেন, "আমি যেখানে ভালো পাব আমি সেখানে যাব না? প্যাথলজিতে যে ভারত বিপ্লব ঘটিয়েছে, আমাদের দেশে এত উন্নতি হয়নি। "<br /><br />ঢাকার বাসিন্দা মহম্মদ সেলিম। ১০-১২ দিন আগে কলকাতায় এসেছিলেন চিকিৎসা করাতে। রুহুল কবীর রিজভির কথা শুনলেও, তাতে কোনও গুরুত্বই দিচ্ছেন না। তিনি বলেন, "যার যা মনের ইচ্ছা। আমি কলকাতা করলাম, নাকি ঢাকা করলাম, সেটা আমার ইচ্ছা। "<br /><br />অর্থাৎ, নেতারা বিষোদগার করলেও, বাংলাদেশের নাগরিকদের ভরসা সেই কলকাতাতেই।</p> <p><u></u>বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার চলছেই। এর সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভারত-বিদ্বেষী বক্তব্যও। ভারত বিদ্বেষ দেখাতে গিয়ে কখনও ভারতীয় শাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে, তো কখনও পোড়ানো হচ্ছে রাজস্থানের জয়পুরের বেড কভার। ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়েছেন বিএনপি দলের এক নেতা। যদিও তারপরেও নিউমার্কেটে চুটিয়ে বাজার করতে দেখা গেছে বাংলাদেশিদের। চিকিৎসার জন্যও কলকাতায় ভিড় ওপার বাংলা থেকে অনেকের।</p> <p><strong><u>আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও।&nbsp;<a title="যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে" href="https://ift.tt/wxZAd5H" target="_blank" rel="nofollow noopener">যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে</a></u></strong></p>

from Mamata Banerjee: কবে উদ্বোধন হবে দিঘার জগন্নাথ মন্দির? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। https://ift.tt/SB9ikfc
via IFTTT

Post a Comment

Previous Post Next Post