<p>ABP Ananda LIVE: বাংলাদেশে ইউনূস সরকারের বিদ্বেষের বিষ, ছাড় নেই হিন্দু মহিলাদেরও । 'খাগড়াছড়িতে সনাতন জাগরণ মঞ্চের নেতা প্রান্ত দাসের মা-কে বাড়িতে ঢুকে খুন'। হিন্দু ভয়েজের এক্স হ্যান্ডলে ভয়াবহ ভিডিও পোস্ট । 'বছর পঞ্চাশের চুমকিরানি দাসকে বাড়িতে ঢুকে নৃশংসভাবে কোপানো হয়' । খুনের পর বাড়ি থেকে গয়না ও মূল্যবান জিনিস লুঠের অভিযোগ</p> <p>আরও খবর...</p> <p>জলপাইগুড়ির ভারত-বাংলাদেশ সীমান্তে BSF-এর সঙ্গে গরু পাচারকারীদের সংঘর্ষ। BSF-এর গুলিতে এক বাংলাদেশি পাচারকারীর মৃত্যু। অশান্তির বাংলাদেশেও গরু পাচারের চেষ্টা। বেরুবাড়ি এলাকায় গরু পাচারের চেষ্টা ৩০-৪০ জন দুষ্কৃতীর। বাধা দিলে হামলা চালায় পাচারকারীরা। আত্মরক্ষায় গুলি চালায় BSF, মৃত্যু হয় এক বাংলাদেশি পাচারকারীর। বাংলাদেশি পাচারকারীদের হামলায় আহত হন এক BSF জওয়ানও।</p> <p>কুলতলিতে নাবালিকা ধর্ষণ-খুনে ফাঁসির সাজা ঘোষণা। সাজা ঘোষণা করল বারুইপুর পকসো আদালত। দোষী সাব্যস্ত মুস্তাকিন সর্দারকে ফাঁসির সাজা দিল আদালত।<br />নাবালিকা ধর্ষণ-খুনের ২ মাসের মাথায় সাজা ঘোষণা। ৪ অক্টোবর: নিখোঁজ নাবালিকা, ওই দিন রাতেই দেহ উদ্ধার। ৫ অক্টোবর: নাবালিকা ধর্ষণ-খুনে গ্রেফতার অভিযুক্ত। <br />৭ অক্টোবর: নাবালিকা ধর্ষণ-খুনের তদন্তে সিট গঠন। ৩০ অক্টোবর: ২৫ দিনের মাথায় চার্জশিট পেশ।</p>
from West Bengal News Live : গড়িয়ার পঞ্চসায়রে চিকিৎসক দম্পত্তি-পুত্রের রহস্যমৃত্যু https://ift.tt/IQdGDnm
via IFTTT
from West Bengal News Live : গড়িয়ার পঞ্চসায়রে চিকিৎসক দম্পত্তি-পুত্রের রহস্যমৃত্যু https://ift.tt/IQdGDnm
via IFTTT