<p>পরপর ২দিন। ফের পিছোল আর জি কর-শুনানি। আজ মামলা শুনবেন, দেখবেন CBI-এর স্টেটাস রিপোর্ট। জানালেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি।</p> <p>সুপ্রিম কোর্টে ফের পিছোল শুনানি, হতাশ নিহত নির্যাতিতার পরিবার।</p> <p>আর জি কর-কাণ্ডের প্রায় ৩ মাস পার, অধরা বিচার। </p> <p>বারবার পিছোচ্ছে শুনানি, হতাশ দিলীপও। </p> <p>নিরাপত্তা থেকে টাস্ক ফোর্সের বৈঠক। এখনও অনেক প্রতিশ্রুতিই পূরণ হয়নি। দাবির কথা স্মরণ করিয়ে ফের মুখ্যসচিবকে ইমেল ওয়েস্টবেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের।</p> <p>এবার বাঁকুড়ার কোতুলপুরে টিউশন থেকে ফেরার পথে ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ। গ্রেফতার অভিযুক্ত। পুরুলিয়ায় শ্লীলতাহানির অভিযোগে ধৃত পুরকর্মী। </p> <p>অক্টোবরে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়া হল নভেম্বরে! জেলাশাসকের কাছে নালিশ পুরাতন মালদার মৌলপুর হাসপাতালের রোগীর। ভুল স্বীকার সিএমওএইচের। তদন্তে বিএমওএইচ। </p> <p>লেকটাউনে তরুণীকে কটূক্তির অভিযোগ। প্রতিবাদ করায় বনধুকে মার, বাঁচাতে গিয়ে আক্রান্ত তরুণী। হোটেলে গিয়ে অভিযুক্তদের মার তৃণমূল কাউন্সিলরের। গ্রেফতার ২, আদালতে জামিন।</p> <p>বিজেপিকে ফের কোকিল বলে খোঁচা মমতার। ওদের ভোট দিলেও পাশে থাকি আমরাই। রাজ্যে বসবসকারী অবাঙালিদেরও বাংলাকে আপন করে নেওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর। </p> <p>সৌগতর পর এবার অভিষেকের হয়ে ব্যাটিং কুণালের। আমার নেতা, পরের মুখ্যমন্ত্রী বলে পোস্ট। একই সুর সওকতেরও। সুযোগ পাবে না, খোঁচা শমীকের। </p> <p>অভিষেকের হয়ে সওয়াল সৌগতর। কটাক্ষ মদনের।</p> <p>বিজেপি ছেড়ে তৃণমূলের পথে প্রাক্তন সাংসদ জন বার্লা? জল্পনা বাড়িয়ে ফের একের পর এক তৃণমূল নেতার সঙ্গে বৈঠক। প্রার্থীর সঙ্গেও কথা। </p> <p>মিঠুনের বিরুদ্ধে ফের FIR। ২৭ অক্টোবর, EZCC-র অনুষ্ঠানে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ। বিধাননগর দক্ষিণ থানায় নালিশ। FIR রুজু করে তদন্তে পুলিশ।</p> <p>সন্দেশখালি নিয়ে বিজেপিকে আক্রমণ করতে গিয়ে বিতর্কে জড়ালেন ফিরহাদ।মহিলাদের নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগে ভিডিও পোস্ট করে আক্রমণে শুভেন্দু।</p> <p>বিডিও থেকে সমীক্ষক দল। আবাস-প্রকল্পে ভুরিভুরি দুর্নীতির অভিযোগে ফের বিক্ষোভ। ভাঙড়ে তৃণমূল-আইএসএফ সংঘর্ষ।</p> <p>২দিন পরে রেশন নিতে বলায় ডিলারকে পিটিয়ে খুন! চাঞ্চল্য উত্তর দিনাজপুরের গোয়ালপোখরে। পলাতক অভিযুক্ত ২ গ্রাহক।</p> <p>অন্যের অ্যাকাউন্টে পডুয়াদের ট্যাবের টাকা! পূর্ব মেদিনীপুরে ৪ প্রধান শিক্ষকের বিরুদ্ধে FIR। এটাও থ্রেট কালচার, FIR না তুললে আন্দোলনের হুঁশিয়ারি শিক্ষক সংগঠনের। </p>
from Ranaghat News: রানাঘাটে যুবকের মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য। ABP Ananda Live https://ift.tt/wbfQdCJ
via IFTTT
from Ranaghat News: রানাঘাটে যুবকের মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য। ABP Ananda Live https://ift.tt/wbfQdCJ
via IFTTT