West Bengal News Live Updates: আর জি কর-কাণ্ডের ৩ মাস পার, বিচারের দাবিতে আজ ফের পথে জুনিয়র ডক্টর্স ফ্রন্ট

<p>ক্যানিংয়ে লজ থেকে মহিলার মৃতদেহ উদ্ধার। ধর্ষণ করে খুনের অভিযোগ পরিবারের। পলাতক সঙ্গীর খোঁজে পুলিশের তল্লাশি।&nbsp;<br /><br />আর জি কর-কাণ্ডের ৩ মাস পার। বিচারের দাবিতে আজ ফের পথে জুনিয়র ডক্টর্স ফ্রন্ট। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা মিছিল। জনতার চার্জশিট কর্মসূচি অভয়া মঞ্চের।&nbsp;<br /><br />বর্ধমান মেডিক্যালে র&zwj;্যাগিংয়ের অভিযোগে সাসপেন্ড ১০পড়ুয়াকে ক্লাস করার অনুমতি হাইকোর্টের। এখনই ঢুকতে পারবেন না হস্টেলে। বিচারাধীন বিষয়ে মন্তব্য নয়, জানালেন অধ্যক্ষ।&nbsp;<br /><br />ঝাড়গ্রামে চিকিৎসকের মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য। শরীরে কিছু ঢোকানোর জেরে মাল্টি অর্গান ফেলিওর হয়ে মৃত্যু। উল্লেখ ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে।&nbsp;<br /><br />রেশন ডিলারের দোতলা পাকা বাড়ি, তাও আবাস প্রকল্পে নাম! বঞ্চনা-ক্ষোভের মধ্যেই কাঁকসার ঘটনায় তোলপাড়। এজন্যেই সমীক্ষা, আশ্বাস পঞ্চায়েতমন্ত্রীর।&nbsp;<br /><u><br /></u>কাটোয়ায় আবাসে একই নাম ৫ জায়গায়! সমীক্ষায় খোঁজই মিলল না উপভোক্তার। দুর্নীতির অভিযোগ বিজেপির। সরকারি কর্মীদের ঘাড়ে দায় চাপাল তৃণমূল। মানতে নারাজ বিডিও।&nbsp;<br /><br />যোগ্যকে বঞ্চনা, অযোগ্যকে পাকা ঘর। পুরুলিয়াতেও আবাস বিক্ষোভ। বাঘমুণ্ডি-ঝালদা রাজ্য সড়ক অবরোধ।&nbsp;<u><br /><br /></u>পটাশপুরে আবাসে বেফাঁস তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি।&nbsp;<br /><u><br /></u>রেখা পাত্রকে নিয়ে ফিরহাদের মন্তব্যে বিতর্ক। কমিশনে নালিশ বিজেপির। পুর-নগরোন্নয়নমন্ত্রীকে সেন্সরের দাবি।&nbsp;<u><br /></u></p> <p>কোনও মহিলাকে বলিনি, বিজেপিকে বলেছি। বিতর্কিত মন্তব্য নিয়ে এবার সাফাই ফিরহাদের।&nbsp;<br /><br />সিতাই উপনির্বাচনে এবার তৃণমূল সাংসদের সার্জারির দাওয়াই!&nbsp;<br /><br />উপনির্বাচনের আগে হুঙ্কার সুকান্তর।&nbsp;<u><br /><br /></u>নাম না করে অস্ত্র তুলে নেওয়ার হুঁশিয়ারি বাঁকুড়ার বিজেপি বিধায়কের।&nbsp;<br /><br />কমিশন-বিজেপি আঁতাঁতের অভিযোগ তুলে হুঁশিয়ারি তৃণমূল সাংসদের।&nbsp;<br /><br />কেষ্টর প্রত্যাবর্তনেও বীরভূমে কাজল-সহ কোর কমিটিতেই আস্থা অভিষেকের। মমতার নির্দেশে অনুব্রতর উপস্থিতিতেই দলীয় কার্যালয়ে ১৬ নভেম্বর বৈঠক।&nbsp;<br /><br />যত বেশি লিড, তত বেশি উন্নয়ন। হাড়োয়ায় উপনির্বাচনের প্রচারে মন্তব্য জেলা পরিষদের সভাধিপতির।&nbsp;<u><br /></u><br />পাঁশকুড়ার বসন্তবাড় সমবায় সমিতির ভোটে জয় তৃণমূলের। বিজেপির ভোটার স্লিপ কাড়ার অভিযোগে তুলকালাম। দুই দলের সমর্থকদের হাতাহাতি-সংঘর্ষ।&nbsp;</p>

from সিতাই উপনির্বাচনে এবার তৃণমূল সাংসদের সার্জারির দাওয়াই! https://ift.tt/J0lrTq7
via IFTTT

Post a Comment

Previous Post Next Post