West Bengal News Live Updates: নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়

<p>ছাব্বিশের ভোটের আগে সংগঠনে জোর। জাতীয় কর্মসমিতির বৈঠকে তৃণমূলে আরও গুরুত্ব প্রবীণদের। দিল্লিতে কীর্তি আজাদদের সঙ্গে বলার দায়িত্বে অভিষেক। (TMC News)</p> <p>১ থেকে বেড়ে তৃণমূলে ৩টি শৃঙ্খলারক্ষা কমিটি। জাতীয় কর্মসমিতিতে থাকলেও একটিতেও নেই অভিষেক। বলতে পারবেন দিল্লিতে সংসদ বিষয়ে। (Abhishek Banerjee)<br /><br /></p> <p>একের পর এক বেফাঁস মন্তব্যে বিড়ম্বনায় দল। শৃঙ্খলায় আরও কড়া মমতা। এক থেকে বেড়ে এবার ৩টি কমিটি। জাতীয় কর্মসমিতির সদস্যসংখ্যা বেড়ে ২৫। (Mamata Banerjee)<br /><br /></p> <p>ডায়মন্ড হারবারে অভিষেকের ডক্টর্স মিটের দিনই 'অপরাজিতা বিল' নিয়ে রাস্তায় নামছে তৃণমূল। ৩০ নভেম্বর মিছিল, ধর্না। রাষ্ট্রপতির কাছে যাবে প্রতিনিধিদল।&nbsp;<br /><br /></p> <p>তৃণমূলের নতুন কর্মসমিতিতে এলেন বিমান, মানস, মালা, কল্যাণ, জাভেদ। শৃঙ্খলারক্ষা কমিটিতে আরও কড়াকড়ি। ৩বার নোটিসের জবাব না দিলেই সাসপেন্ড।&nbsp;</p> <p>বামেদের বিরুদ্ধে মমতার লড়াইকে সামনে রেখে এবার পথে নামছে তৃণমূল।&nbsp; জেলায় জেলায় নব্যদের দলের ইতিহাস ও মমতার সংগ্রাম শেখানোর কর্মসূচি।&nbsp;</p> <p>অনুব্রতর নেতৃত্বেই চলবে বীরভূম তৃণমূল। জেল মুক্তির ২ মাস পরে সাক্ষাৎ, কেষ্টতেই আস্থা নেত্রীর। জানতে চাইলেন কেমন আছেন, কিছু বলার আছে কিনা। (Anubrata Mondal)</p> <p>কালীঘাটে তৃণমূলের মেগা বৈঠক। মমতা, অভিষেক, সুব্রত বক্সি ছাড়া বলার সুযোগ পেলেন না আর কেউ। বাইরে বেরিয়েও মুখে কুলুপ।</p> <p>পরপর ভোটে ভরাডুবি, বঙ্গ বিজেপিতে আরও তথাগত-সুর! আপসহীন রাজ্য সভাপতি চাই, বলছেন অনেকেই। (BJP News)</p> <p>দিলীপ, তথাগত, অগ্নিমিত্রার পরে অর্জুন। ছাব্বিশের লক্ষ্যে সংগঠন নিয়েই সন্দেহ। ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়ার বার্তা জিতেন্দ্রর। অর্জুন বললেন, "এখন যা অবস্থা তাতে ছাব্বিশের কীভাবে ক্ষমতায়?"</p> <p>ছাপ্পা ভোট দিয়ে উপনির্বাচন জয়ের অভিযোগ, বিধায়কদের শপথ গ্রহণে থাকবে না বিজেপি।&nbsp;</p> <p>উপনির্বাচনে জোড়া ফুলের জয়, মহারাষ্ট্রে কংগ্রেসের ভরাডুবি। ছোঁয়া এড়াতে দিল্লিতে জোটের বৈঠকে গরহাজির তৃণমূল। পাল্টা ওয়াকফ নিয়ে সমাবেশের ডাক।</p> <p>ওয়াকফ বিল নিয়ে সুর চড়াচ্ছে তৃণমূল। শনিবার রানি রাসমণি অ্যাভিনিউয়ে সমাবেশ। প্রধান বক্তা ফিরহাদ-কল্যাণ। বিধানসভাতেও আসছে বিরোধিতার প্রস্তাব। (Waqf Bill)</p> <p>আদানি-ইস্যুতে উত্তপ্ত সংসদ। অধিবেশনের শুরুতেই মুলতুবি। যন্তরমন্তরে কংগ্রেসের বিক্ষোভ। বিরোধীদের আক্রমণে প্রধানমন্ত্রী।&nbsp;</p> <p>ঘুষ-কাণ্ডের অভিযোগে বিদ্ধ আদানি। চাপ বাড়াল কংগ্রেস শাসিত তেলঙ্গানা সরকার। ইয়ং ইন্ডিয়া স্কিল বিশ্ববিদ্যালয়ের জন্য ১০০ কোটির অনুদান প্রত্যাখ্যান।&nbsp;</p> <p>ফের ঝাড়খণ্ডের মসনদে হেমন্ত। শপথগ্রহণে যাচ্ছেন মমতা। বৃহস্পতিবারের অনুষ্ঠানে থাকার জন্য আমন্ত্রণ। সাড়া দিয়ে রাঁচি যাচ্ছেন তৃণমূল নেত্রী।&nbsp;</p> <p>মহারাষ্ট্রের মসনদ নিয়ে এবার লড়াই? বিপুল ভোটে জয়ের পরে মুখ্যমন্ত্রীর পদে নাম ঘোষণার তৎপরতা বিজেপির। মুম্বই যেতে পারেন শাহ। কুর্সি ছাড়তে নারাজ একনাথও। &nbsp;</p> <p>শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এবার পার্থ ঘনিষ্ঠ অর্পিতারও জামিন। প্যারোলে থাকাকালীনই জামিন দিল ইডির বিশেষ আদালত। মুক্তি পাবেন আড়াই বছর পরে।</p> <p>অর্পিতার জামিনের দিনই, পার্থ ঘনিষ্ঠ ব্যবসায়ী সন্তু গ্রেফতার। চাকরি চুরির লেনদেনে জড়িত থাকার অভিযোগ। নিজাম প্যালেসে জেরার পরে পাকড়াও।&nbsp;</p> <p>২ বছর পূর্তিতে নিজের হাতেই নিজের মূর্তির উদ্বোধন। বিতর্কের মুখে মূর্তি সরিয়ে তদন্তের নির্দেশ রাজ্যপালের। লোকদেখানো কমিটি, কটাক্ষ তৃণমূলের।&nbsp;</p> <p>ঢাকায় সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণের গ্রেফতারিতে উত্তাল বাংলাদেশ। তীব্র নিন্দায় সুকান্ত। মুক্তি না দিলে আজ সীমান্তে অবরোধের ডাক শুভেন্দুর।&nbsp;</p> <p>২০২৫-এর ১৮ ফেব্রুয়ারি শুরু হচ্ছে আইসিএসই-র পরীক্ষা, শেষ ২৭ মার্চ।আইএসসি শুরু হচ্ছে ১৩ ফেব্রুয়ারি, শেষ ৫ এপ্রিল। স্কুলে বিধি পাঠাল কাউন্সিল।&nbsp;</p>

from Anubrata Mondal: জেল মুক্তির ২ মাস পরে সাক্ষাৎ, কেষ্টতেই আস্থা নেত্রীর | ABP Ananda LIVE https://ift.tt/hmOzdEt
via IFTTT

Post a Comment

Previous Post Next Post