West Bengal News Live Updates: অভিষেককে উপমুখ্যমন্ত্রী করা হোক, স্বরাষ্ট্র দফতরের দায়িত্ব দিলে দলেরই মঙ্গল: হুমায়ুন কবীর

<p>১। দিনহাটার পর ক্যানিং। বেআইনি কাজে চাপ, তৃণমূল নেতার বিরুদ্ধে হাসপাতালেই অ্যাসিস্ট্যান্ট সুপারকে হুমকির অভিযোগ। খোঁজ নেওয়ার আশ্বাস সিএমওএইচ-এর। (TMC News)&nbsp;</p> <p>২। ক্যানিং হাসপাতালেই অ্যাসিস্ট্যান্ট সুপারকে হুমকি, অভিযুক্ত তৃণমূলের পঞ্চায়েত সদস্য। অভিযোগ সত্যি কিনা খতিয়ে দেখা উচিত, দাবি সওকত মোল্লার।&nbsp;<br /><br /></p> <p>৩। ট্যাবের টাকা নিয়ে এবার তোলপাড় আসানসোলে। ৭ পড়ুয়ার টাকা ঢুকল সুদূর উত্তর দিনাজপুরে একই ব্যাঙ্কের অন্য শাখায়! ঢুকতেই উধাও। থানায় নালিশ। (Tab Scam)</p> <p>৪। মুর্শিদাবাদ থেকে ঝাড়গ্রাম। ট্যাবের জন্য বরাদ্দ টাকা উধাও! সালারে গায়েব ১৩ পডুয়ার টাকা। ঝাড়গ্রামে ৫০টি অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগ।&nbsp;</p> <p>৫। জেলায় জেলায় ট্যাব কেলেঙ্কারির মধ্যেই মুর্শিদাবাদে উলট পূরাণ। মুর্শিদাবাদের ১৭টি স্কুলের প্রায় ৫ হাজার পড়ুয়ার অ্যাকাউন্টে দুবার টাকা!&nbsp;</p> <p>৬। কীভাবে ট্যাবের লক্ষ লক্ষ টাকা উধাও? এবার নড়েচড়ে বসল নবান্ন। মুখ্যসচিব, ডিজিপির উপস্থিতিতে ডিএম-এসপিদের বৈঠক। তদন্তের নির্দেশ।&nbsp;</p> <p>৭। মাথার উপরে নেই ছাদ, তাও আবাসে বঞ্চিত। প্রতিবাদে এবার রতুয়ায় বিডিওকে ঘিরে গ্রামবাসীদের বিক্ষোভ। গোঘাটে পঞ্চায়েত অফিস ঘেরাও। (Awas Yojana)</p> <p>৮। আবাস প্রকল্পে বাড়ি পেতে মথুরাপুর বিডিও অফিসে লম্বা লাইন। আগের তালিকা ধরে বরাদ্দ, ফের সমীক্ষা হলেও আশঙ্কার কিছু নেই, আশ্বাস প্রশাসনের।<br /><br /></p> <p>৯। কুণাল-সৌগতর পরে হুমায়ুন। অভিষেকের হয়ে এবার ব্যাটিং ভরতপুরের তৃণমূল বিধায়কের। বললেন, মুখ্যমন্ত্রী না হলে ডেপুটি করতে হবে..দায়িত্ব দিতে হবে স্বরাষ্ট্রের। (Abhishek Banerjee)</p> <p>১০। লোকসভা ভোটের আগে হঠাৎ পদহারা, উপনির্বাচনের আগে নিঃশব্দে প্রত্যাবর্তন কুণালের। ফিরে পেলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ। (Kunal Ghosh)</p> <p>১১। ১২-র বদলে ১৪। উপনির্বাচনের পরের দিন সিআইডির তলবে হাজিরা দিতেই হবে অর্জুন সিংহকে। জানিয়ে দিল হাইকোর্ট। করা যাবে ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ। (Calcutta High Court)</p> <p>১২। পুলিশকে নিয়ে মন্তব্য-বিতর্কে সুকান্তকে কমিশনের শোকজ। জবাব তলব। সুকান্ত বললেন, "মনে হচ্ছে কমিশন একটু বেশি সুপারফাস্ট।" (West Bengaly Assembly By Elections)<br /><br /></p> <p>১৩। উস্কানিমূলক ভাষণের অভিযোগে এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে তৃণমূল। সেন্সরের দাবি। ধর্মীয় মেরুকরণ করার চেষ্টা করছে তো তৃণমূল, পাল্টা বিজেপি। (Suvendu Adhikari)</p> <p>১৪। উপনির্বাচনে ভোট লুঠ হলেই জানান, কীভাবে কেন্দ্রীয় বাহিনী পাঠাতে হয় দেখিয়ে দেব। তালডাংরায় গিয়ে হুঙ্কার শুভেন্দুর।&nbsp;</p> <p>১৫। টাকা দিয়ে তালডাংরায় ভোট কেনার চেষ্টার অভিযোগ। লকেট-লক্ষ্মণকে আক্রমণে অরূপ। ভয় পেয়ে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধের হুমকির পাল্টা দাবি বিজেপির।&nbsp;</p> <p>১৬। হাড়োয়ার ভোটের প্রচারে বিজেপির রেখা পাত্রকে নিয়ে আপত্তিকর মন্তব্য। ববির বিরুদ্ধে এবার তদন্তে এসসি কমিশন। এসপির কাছে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব।&nbsp;</p> <p>১৭। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মহারাষ্ট্রের বিজেপির জোট সরকারকে আক্রমণে মমতা। মিথ্যে প্রচারের অভিযোগ। তৃণমূলের জন্যেই তো বাংলা বঞ্চিত, পাল্টা শমীক।</p> <p>১৮। আর জি কর-কাণ্ডের ৩ মাস পার, শিয়ালদা কোর্টে শুরু বিচার প্রক্রিয়া। আনা হল সঞ্জয়কে। প্রথম সাক্ষ্য নির্যাতিতার বাবার। সাক্ষ্য পারিবারিক বন্ধুরও।&nbsp;</p> <p>১৯। আর জি কর-কাণ্ডে তোলপাড়ের পরেও হাসপাতালে সিসি ক্যামেরার টেন্ডারে দুর্নীতি? শুভেন্দুর অভিযোগে তোলপাড়। বিজেপিই দুর্নীতির মদতদাতা, পাল্টা তৃণমূল।&nbsp;</p> <p>২০। প্রায় ১ বছর পরে ৩দিনের সফরে দার্জিলিঙে মুখ্যমন্ত্রী। বিভিন্ন উন্নয়ন পর্ষদ ছাড়াও আজ জিটিএ-র বৈঠক। কাল পাহাড়ে প্রথম সরস মেলার উদ্বোধন।</p> <p>২১। শেষমুহূর্তে পিছিয়ে গেল ওয়াকফ সংশোধনী বিল নিয়ে জেপিসির সফর। ১২ থেকে ১৪-থাকার কথা ছিল কলকাতা, পাটনা, লখনউয়ে। সফর স্থগিত, জানাল লোকসভার সচিবালয়।&nbsp;</p> <p>২২। সাংসদের শিশুকন্যা নিয়ে কুরুচিকর মন্তব্যকে সমর্থন-কাণ্ডে ধৃত মহিলাদের হেফাজতে মারধরের অভিযোগ। সিবিআই তদন্তে সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী স্থগিতাদেশ।&nbsp;</p> <p>২১। হলদিয়া পেট্রোকেম মামলায় সুপ্রিম কোর্টে বিপাকে রাজ্য। বকেয়া প্রায় ২ হাজার কোটি কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে জমা রাখার নির্দেশ।&nbsp;<br /><br /></p> <p>২৪। পুরুলিয়ার পারায় সরকারি বাসে পিষ্ট হয়ে সিভিক ভলান্টিয়ার-সহ ২ বাইকচালকের মৃত্যু। মালদার চাঁচলে অটোয় গাড়ির ধাক্কা, প্রাণ হারালেন মহিলা সিভিক ভলান্টিয়ার।&nbsp;</p> <p>২৫। ফেসবুকে গ্রুপ খুলে রমরমিয়ে শিশুপাচার। হোয়াটসঅ্যাপে ডিল। হাওড়ায় চক্রের পর্দাফাঁসে নতুন তথ্য। আন্তঃরাজ্য চক্রে আর কারা জড়িত, তদন্তে পুলিশ।</p> <p>২৬। ৩ মেয়ের জন্য পাত্রী চেয়ে বিজ্ঞাপন দিলেন পিসি সরকার জুনিয়র। সম্মতি আছে মানেকা-মুমতাজ-মৌবনীর, সব বাবা-মা করে থাকেন, বললেন জাদুকর।&nbsp;</p>

from Jagaddhatri Puja 2024: একবছরের অপেক্ষা... জগদ্ধাত্রী পুজোর ভাসানে জনজোয়ার কৃষ্ণনগরে https://ift.tt/RUey15A
via IFTTT

Post a Comment

Previous Post Next Post