WB By Poll 2024: আজ রাজ্যে উপনির্বাচনের ফলপ্রকাশ, গণনাকেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা

<p>ABP Ananda Live: আজ রাজ্যে উপনির্বাচনের ফলপ্রকাশ<strong>।&nbsp;</strong>নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, তালডাংরা, সিতাই ও মাদারিহাট বিধানসভা কেন্দ্রের ভোটের রেজাল্ট আউট। ফলে, তাঁদের বিধানসভা কেন্দ্রগুলি বিধায়কশূন্য় হয়ে পড়েছে। ২০২১-র বিধানসভা নির্বাচনে নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, তালডাংরা ও সিতাইয়ে জয় পায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। শুধুমাত্র মাদারিহাট আসনে জয়ী হন বিজেপির মনোজ টিগ্গা। এই ছয় আসনের বিধায়করা গত লোকসভা নির্বাচনে জিতে, সাংসদ হয়েছেন। সকাল ৮টা থেকে শুরু হবে ভোটগণনা। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গণনাকেন্দ্রের ২০০ মিটার এলাকা। থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা। প্রথম স্তরে থাকছে রাজ্য় পুলিশ। দ্বিতীয় স্তরে, রাজ্য় পুলিশের সঙ্গে থাকবে কেন্দ্রীয় বাহিনীও। আর তৃতীয় বা শেষ স্তরে থাকবেন শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।</p> <p>রাজ্যের ছয় বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণার ঠিক আগে রাজ্যে বিজেপি-র সমালোচনায় মুখ খুললেন দিলীপ ঘোষ। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের&nbsp;পর থেকে দলের পতন শুরু হয়েছে বলে মন্তব্য করলেন তিনি। আর জি কর কাণ্ডে দলের ভূমিকা নিয়েও প্রশ্ন তুললেন দিলীপ। রাজ্যে বিজেপি-র অবস্থা এই মুহূর্তে ভাল যাচ্ছে না বলে মন্তব্য করলেন। পাশাপাশি, রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার জল্পনাও উস্কে দিলেন তিনি।&nbsp;</p>

from WB By Election 2024 : সকাল ৮টা থেকে শুরু হবে ভোটগণনা, এই মুহূর্তে নৈহাটির কী ছবি? https://ift.tt/QHtDneL
via IFTTT

Post a Comment

Previous Post Next Post