WB By Election 2024 : সিতাই বিধানসভা কেন্দ্রে শুরু উপনির্বাচন, কতটা কড়া নজরদারি কেন্দ্রীয় বাহিনীর?

<p>ABP Ananda Live : জগদীশ বর্মা বসুনিয়া ১০ হাজার ভোটে জেতেন এই বিধানসভা কেন্দ্র থেকে। পরবর্তীকালে তিনি লোকসভা ভোটে জিতে সংসদ হয়েছেন , তাই উপনির্বাচন হচ্ছে সিতাই কেন্দ্রে। মোতায়েন রয়েছে ১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কেমন রয়েছে পরিস্থিতি? কতটা কড়া নজরদারি?&nbsp;</p> <p>আজ ৬টি বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন। মোতায়েন থাকছে ১০৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কোচবিহার,&nbsp;আলিপুরদুয়ার,&nbsp;উত্তর ২৪ পরগনা,&nbsp;পশ্চিম মেদিনীপুর ও&nbsp;&nbsp;বাঁকুড়া এই পাঁচটি জেলার ৬টি কেন্দ্রে উপ নির্বাচন হবে। এরমধ্য়ে কোচবিহারের সিতাই বিধানসভা কেন্দ্রে মোতায়েন থাকছে ১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।&nbsp;আলিপুরদুয়ারের মাদারিহাটেও ১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীই মোতায়েন রয়েছে।&nbsp; উত্তর ২৪ পরগনার নৈহাটি বিধানসভা কেন্দ্রে ১৩ কোম্পানি এবং হাড়োয়া বিধানসভা কেন্দ্র ১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে।&nbsp;মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে ১৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং তালডাংরা বিধানসভা কেন্দ্রে সর্বোচ্চ ২২ কোম্পানি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে।&nbsp;এই ছয় আসনের বিধায়কেরা গত লোকসভা নির্বাচনে সাংসদ হয়েছেন। তবে তাঁদের মধ্যে বসিরহাটের সাংসদ হাজি নুরুল ইসলামের সম্প্রতি মৃত্যু হয়েছে। হাড়োয়া আসনের বিধায়ক পদ ছেড়ে তিনি সাংসদ হন। হাড়োয়াতে উপনির্বাচন হলেও বসিরহাট লোকসভা আসনে এই দফায় ভোটগ্রহণ হচ্ছে না। যে ৬টি বিধানসভা আসনে ভোট হচ্ছে তার মধ্য়ে গতবার ৫টিতে জিতেছিল তৃণমূল।&nbsp;মাদারিহাট ছিল বিজেপির দখলে।&nbsp;বাংলা ছাড়াও আজ একাধিক রাজ্য়ে উপ নির্বাচন রয়েছে। ১০টি রাজ্য়ের ৩১টি বিধানসভা আসনে উপ নির্বাচন হচ্ছে।&nbsp;সবচেয়ে বেশি রাজস্থানে ৭টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হচ্ছে&nbsp;তারপরই রয়েছে বাংলা।</p>

from Kharagpur News: খড়গপুরে দাপিয়ে বেড়াচ্ছে দাঁতালের দল ! আতঙ্কে ঘুম উড়ল স্থানীয়দের https://ift.tt/3EGDdr6
via IFTTT

Post a Comment

Previous Post Next Post