TMC News: ছাব্বিশের ভোটের আগে সংগঠনে জোর। জাতীয় কর্মসমিতির বৈঠকে তৃণমূলে আরও গুরুত্ব প্রবীণদের।

<p>ABP Ananda Live: ছাব্বিশের ভোটের আগে সংগঠনে জোর। জাতীয় কর্মসমিতির বৈঠকে তৃণমূলে আরও গুরুত্ব প্রবীণদের। দিল্লিতে কীর্তি আজাদদের সঙ্গে বলার দায়িত্বে অভিষেক।তৃণমূলে প্রচুর বদল, দলে গুরুত্ব আরও বাড়ল প্রবীণ নেতাদের । দিল্লিতে মুখপাত্র অভিষেক, শৃঙ্খলারক্ষা কমিটিতে অরূপ-ববি-কল্যাণ । ডায়মন্ড হারবারে অভিষেকের ডক্টর্স মিটের দিনই 'অপরাজিতা বিল' নিয়ে রাস্তায় । বারবার বেফাঁস মন্তব্য করে দলে বিড়ম্বনায় ফেলা নিয়েও কড়াকড়ি । একটির বদলে এবার তৃণমূলে ৩টি শৃঙ্খলারক্ষা কমিটি । সাংসদ, বিধায়ক থেকে দলের সাধারণ নেতা-কর্মী-৩টি শৃঙ্খলারক্ষা কমিটি । শৃঙ্খলারক্ষার কোনও কমিটিতে নেই, দিল্লিতে সংসদ-বিষয়ে বলতে পারবেন অভিষেক । জাতীয় কর্মসমিতি ছাড়া শুধু দিল্লিতে জাতীয় মুখপাত্র হিসেবে থাকবেন অভিষেক । তৃণমূলের জাতীয় কর্মসমিতির সদস্য সংখ্যা ২২ থেকে বেড়ে হল ২৭ । দলের নতুন প্রজন্মকে মমতা-মুখী করতে বিশেষ কর্মসূচি তৃণমূলের</p>

from Tmc News: একটির বদলে এবার তৃণমূলে ৩টি শৃঙ্খলারক্ষা কমিটি | ABP Ananda LIVE https://ift.tt/Fu7ejJD
via IFTTT

Post a Comment

Previous Post Next Post