<p><strong>কলকাতা:</strong> আগামী শনিবার আর জি কর কাণ্ডের (RG Kar Protest) তিন মাস। তার আগে কাল ফের পথে চিকিৎসকরা। অভয়া মঞ্চের তরফে সন্ধেয় জ্বালাও আলো দ্রোহের আলো। ৯ তারিখ জনতার চার্জশিট কর্মসূচি। </p> <p><strong>কাল ফের পথে চিকিৎসকরা:</strong> ৯ নভেম্বর আর জি কর কাণ্ডের তিন মাস পূর্ণ হতে চলেছে। তার আগে, নিহত তরুণী চিকিৎসকের জন্য দ্রুত ও স্বচ্ছ তদন্ত এবং বিচার চেয়ে কাল ফের পথে নামতে চলেছে বিভিন্ন চিকিৎসক সংগঠন। অভয়া মঞ্চের তরফে কাল কলকাতা সহ জেলায় জেলায় সন্ধে থেকে "জ্বালাও আলো, দ্রোহের আলো" কর্মসূচি নেওয়া হয়েছে। পড়ুয়া-সমাজ সহ সর্বস্তরের মানুষকে এই কর্মসূচিতে সামিল হওয়ার আহ্বান জানিয়েছে চিকিৎসকদের সংগঠন জয়েন্ট প্ল্য়াটফর্ম অফ ডক্টর্স। আর জি কর কাণ্ডে এখনও বিচার অধরা। নাগরিক আন্দোলনও কয়েকদিন হল স্তিমিত। এই আবহে, নয়ই নভেম্বর রানি রাসমণি অ্যাভিনিউতে জমায়েত করে 'জনতার চার্জশিট' কর্মসূচি নিয়েছে অভয়া মঞ্চ। গতকাল জয়েন্ট প্ল্য়াটফর্ম অফ ডক্টর্সের পাঁচটি সংগঠনের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, 'জনতার চার্জশিট' কর্মসূচি সফল করতে প্রত্যেক সংগঠন চূড়ান্তভাবে উদ্যোগী হবে। সেইমতো 'জনতার চার্জশিট' প্রস্তুতির কাজ চলছে নথি সহ। </p> <p>নারী সুরক্ষার বার্তা দিতে গতকাল বোনফোঁটার আয়োজন করে বামপন্থী ছাত্র, যুব ও মহিলা সংগঠন। গড়িয়ার শীতলা মন্দির মোড়ে বোনফোঁটার আয়োজন করা হয়। ফোঁটার মন্ত্রেও ছিল নতুনত্ব। বোনের কপালে দিলাম ফোঁটা, ধর্ষকের দুয়ারে পড়ল কাটা মন্ত্র উচ্চারণ করে বোনেদের কপালে ফোঁটা দেন ভাইয়েরা। এতদিন ভাইদের বিপদ থেকে রক্ষা ও দীর্ঘায়ু কামনা করে ফোঁটা দিতেন বোনেরা। এখন দিনের পর দিন রাজ্যে নারী নির্যাতন বেড়ে চলেছে। কোনও বয়সের মহিলারাই সুরক্ষিত নন। এই পরিস্থিতিতে বোনেদের সুরক্ষা সুনিশ্চিত করার দায়িত্ব নিয়ে ফোঁটা দিলেন ভাইরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাম নেতা সৃজন ভট্টাটার্যও। </p> <p><strong><u><em>আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। <a title="যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।" href="https://ift.tt/nYglRFI" target="_blank" rel="nofollow noopener">যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।</a></em> </u></strong></p> <p><strong>আরও পড়ুন: <a title="Sovan-Baishakhi: 'আশীর্বাদটাই আমার কাছে যথেষ্ট' মুখ্যমন্ত্রীর হাতে ফোঁটা নিয়ে মন্তব্য শোভনের" href="https://ift.tt/jh9YPgI" target="_self">Sovan-Baishakhi: 'আশীর্বাদটাই আমার কাছে যথেষ্ট' মুখ্যমন্ত্রীর হাতে ফোঁটা নিয়ে মন্তব্য শোভনের</a></strong></p>
from RG Kar Protest: দ্রুত ও স্বচ্ছ তদন্ত এবং বিচারের দাবি, কাল ফের পথে চিকিৎসকরা https://ift.tt/j2PLqkK
via IFTTT
from RG Kar Protest: দ্রুত ও স্বচ্ছ তদন্ত এবং বিচারের দাবি, কাল ফের পথে চিকিৎসকরা https://ift.tt/j2PLqkK
via IFTTT