<p>ABP Ananda LIVE: টানা ৩ দিন। লটারিকাণ্ডে ইডির ম্যারাথান তল্লাশি। একযোগে কলকাতা-চেন্নাইয়ে হানা। বাজেয়াপ্ত প্রায় ৯ কোটি টাকা। লটারির মাধ্যমে কালো টাকা সাদা? হিসেব কষছে এজেন্সি। </p> <p>আরও খবর...</p> <p>মথুরা এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা, আহত চিকিৎসক রাজা ধর। আগরায় কনফারেন্সে যাওয়ার সময় দুর্ঘটনা, গুরুতর আহত। গুরুতর আহত অবস্থায় মথুরা থেকে আনা হল নয়ডায়। নয়ডার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসক রাজা ধরের অবস্থা এখন স্থিতিশীল: সূত্র। পথ দুর্ঘটনায় আহত ফুসফুস বিশেষজ্ঞ রাজা ধর। বৃহস্পতিবার সামনে থাকা গাড়ির সঙ্গে চিকিৎসকের গাড়ির ধাক্কা।</p> <p>সুশান্তর পরিচিত ব্যবসায়ীর ঘনিষ্ঠ মূল চক্রী গুলজার ? সুশান্তর এলাকা পঞ্চান্নগ্রামেরই বাসিন্দা গুলজার@ইকবাল ! 'তৃণমূল কাউন্সিলরের উপরে হামলায় আনা হয়েছিল ৩জনকে।' 'বিহারের বৈশালী থেকে মাসখানেক আগে আনা হয়েছিল ১জনকে।' 'গতকালই বৈশালী থেকে কলকাতায় আসে আরও ২ হামলাকারী।' 'হাওড়া থেকে লঞ্চে বাবুঘাটে আসে ২ হামলাকারী, নিয়ে যাওয়া হয় কালিন্দীতে।' 'ধৃত ট্যাক্সিচালকের সঙ্গে নিয়ে যাওয়া হয় লেকটাউনের কালিন্দীতে।' 'কালিন্দী হাউসিং এস্টেটে সুশান্তর পরিচিত ব্যবসায়ীর ফ্ল্যাটে আশ্রয়।' 'চোখের চিকিৎসার কথা বলে আবাসনে আনা হয় ২ হামলাকারীকে।' 'এর পরে সেই ট্যাক্সিতেই কালিন্দী যায় গুলজার, সবাই একসঙ্গে হয় পার্ক সার্কাসে।' 'পার্ক সার্কাস থেকে স্কুটারে সুশান্তর বাড়ির দিকে রওনা দেয় ১ শ্যুটার।' 'পিছনের ট্যাক্সিতে ছিল আরও ২জন, বাইকে মূল চক্রী গুলজার।' অপারেশন ব্যর্থ, খবর পেয়েই পালানোর চেষ্টা, পরে গলসিতে গ্রেফতার গুলজার: পুলিশ সূত্র। </p>
from Tmc Incident: অপরাধীদের মুক্তাঞ্চল হয়ে উঠেছে শহর ? প্রশ্নের মুখে নিরাপত্তা | ABP Ananda LIVE https://ift.tt/DB7v5cs
via IFTTT
from Tmc Incident: অপরাধীদের মুক্তাঞ্চল হয়ে উঠেছে শহর ? প্রশ্নের মুখে নিরাপত্তা | ABP Ananda LIVE https://ift.tt/DB7v5cs
via IFTTT