<p>BJP News: এবার লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান বাড়ানোর আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি বিজেপি সাংসদের। 'লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ২ হাজার করা হোক'। মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতোর। 'তৃণমূলের মদতে রাজ্যে ফড়েরাজের রমরমা, সেই কারণেই মূল্যবৃদ্ধি আকাশছোঁয়া'। 'এই মূল্যবৃদ্ধির মোকাবিলায় লক্ষ্মীর ভাণ্ডারের ১ হাজার টাকা অনুদান যথেষ্ট নয়'। 'মহারাষ্ট্রে মহিলাদের দেড় হাজার টাকা করে অনুদান দেওয়া হচ্ছে'। 'ঝাড়খণ্ডেও আড়াই হাজার টাকা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে'। 'বাংলার নারী ক্ষমতায়নের জন্যেও লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান ১ হাজার থেকে বাড়িয়ে ২ হাজার টাকা করা হোক'। মুখ্যমন্ত্রীকে চিঠি পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতোর।</p> <p> </p> <p>ট্যাবের পর এবার কন্যাশ্রী নিয়েও হ্যাকিং-শঙ্কা রাজ্যের। সতর্ক করে জেলাশাসককে একাধিক নির্দেশিকা নারী ও শিশু কল্যাণ দফতরের। জেলাশাসক ছাড়াও সব জেলার সোশ্যাল ওয়েলফেয়ার ডিরেক্টরকে ৬ দফা নির্দেশিকা জারি। যে সব অ্যাকাউন্টে হ্যাকের আশঙ্কা আছে সেগুলির পাসওয়ার্ড বদলানোর নির্দেশ। 'হ্যাকিং-রোধী যাবতীয় সুরক্ষা নিশ্চিত করতে হবে জেলা প্রশাসনকে'। 'নিয়মিত স্ক্যান করতে হবে কম্পিউটার'। 'পাসওয়ার্ড-সহ কোনও ক্রেডেনশিয়াল ওয়েব পেজে সেভ করে রাখা যাবে না'। নির্দেশিকা জারি নারী ও শিশু কল্যাণ দফতরের।</p>
from Samik Bhattacharya : 'পুলিশই চোর, চোরই পুলিশ', কোন প্রসঙ্গে আক্রমণ শমীকের? https://ift.tt/GS0jCIg
via IFTTT
from Samik Bhattacharya : 'পুলিশই চোর, চোরই পুলিশ', কোন প্রসঙ্গে আক্রমণ শমীকের? https://ift.tt/GS0jCIg
via IFTTT