Kolkata News: কলকাতা মেডিক্যালে আগুন, প্রশ্ন অগ্নিসুরক্ষা ব্যবস্থা নিয়ে। ABP Ananda Live

<p>Kolkata Update: কলকাতা মেডিক্যাল কলেজের মেন বিল্ডিংয়ের দোতলায় আগুন। দোতলায় বাথরুমে আগুন। সিঙ্গুরে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকল। সিঙ্গুরের সুতোর কারখানায় ভয়াবহ আগুন। আগুনের ফলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। স্থানীয়রা প্রথম আগুন নেভানোর কাজে হাত লাগান বলে খবর।&nbsp;</p> <p>উপ নির্বাচনের ফলপ্রকাশের পরেই ফের বিরোধীদের হুমকি শাসক দলের নেতার, বিরোধীদের দাঁত ভেঙে দেওয়া, জিভ টেনে ছিড়ে নেওয়ার হুঁশিয়ারি! বিজয় উৎসব চলাকালীন হুঁশিয়ারি মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর &nbsp;রহিম বক্সির। নেত্রী বা অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুকথা বললে দাঁত ভাঙার ও জিভ ছিঁড়ে নেওয়ার হুমকি শাসক নেতার ৬ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ক্লিন বোল্ড বিজেপি। অন্যদিকে, একই পিচে মারকাটারি ব্যাটিং করল তৃণমূল। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের ২টি আসনে ১ লক্ষেরও বেশি ভোটে জিতল বাংলার শাসকদল। &nbsp;কোচবিহারের সিতাই বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায় জিতলেন ১ লক্ষ ৩০ হাজার ৬৩৬ ভোটে। এই আসনে তৃণমূলের প্রাপ্ত ভোট ১ লক্ষ ৬৫ হাজার ৯৮৪। বিজেপি প্রার্থী দীপককুমার রায় পেয়েছেন ৩৫ হাজার ৩৪৮টি ভোট। একুশের বিধানসভা ভোটে সিতাই কেন্দ্রে তৃণমূল প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়ার জয়ের ব্যবধান ছিল ১০ হাজার ১১২। ২৪-এর লোকসভা নির্বাচনে সিতাই কেন্দ্রে প্রায় ২৯ হাজার ভোটে এগিয়েছিল তৃণমূল। সেই ব্যবধানই উপনির্বাচনে গিয়ে দাঁড়াল লক্ষাধিকে।</p>

from Newtown News: নিউটাউনে থাকদাঁড়িতে বেপরোয়া বাইক, পথচারীকে ধাক্কা | ABP Ananda LIVE https://ift.tt/m6vqzIS
via IFTTT

Post a Comment

Previous Post Next Post