East-West Metro Services: এসপ্ল্যানেড-হাওড়া ময়দান ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবায় আসছে বদল, কী সুবিধা যাত্রীদের জন্য ?

<p><strong>কলকাতা :</strong> এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবায় আসছে কিছু বদল। বাড়ছে সপ্তাহের কাজের দিনে মেট্রো সংখ্যা। ১১৮ থেকে তা বেড়ে হচ্ছে ১৫০। তবে, বৌবাজার এলাকার কাজের জন্য এই লাইনের পশ্চিমমুখী সুড়ঙ্গ আংশিক বন্ধ হচ্ছে। ফলে, শুধু পূর্বমুখী টানেল দিয়েই পাওয়া যাবে পূর্ণাঙ্গ পরিষেবা। অন্যদিকের লাইনের মেট্রোতে উঠলে মহাকরণ স্টেশন থেকে করতে হবে মেট্রো বদল। মাসখানেক এই ব্যবস্থা চালু থাকবে বলে প্রাথমিকভাবে মনে করছে মেট্রো কর্তৃপক্ষ।</p> <p>সবিস্তারে আসছে...</p>

from Jagaddhatri Puja: জগদ্ধাত্রী পুজোয় নবমীর রাতে চন্দননগরে শুধু আলোর রোশনাই | ABP Ananda Live https://ift.tt/ZWktAVc
via IFTTT

Post a Comment

Previous Post Next Post