West Bengal News Live : ভবানীপুরে 'বিদ্যুৎস্পৃষ্ট' হয়ে মৃত্যু যুবকের

<p><strong>কলকাতা :</strong> দানার ল্যান্ডফলের পরি লাগাতার দুর্যোগ। কলকাতায় থইথই জল। এর মধ্যেই ভবানীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যুর ঘটনা ঘটল শুক্রবার। ওখানে বিদ্যুতের সব লাইন মাটির নীচে। আলোকসজ্জার জন্য বাড়ির মিটার থেকে এক গ্রাহকের টানা তারে দুর্ঘটনা, দাবি CESC-র।এদিকে শনিবারও বৃষ্টির পরিমাণ কমলেও কলকাতা জুড়ে জলযন্ত্রণা। ঘূর্ণিঝড়ের হাত থেকে রেহাই পেলেও বাংলায় প্রবল বৃষ্টি চলল শুক্রবার দিনভর । দিঘা, বকখালিতে ভাঙল মাটির বাড়ি, উপড়ে গেল বিদ্যুতের খুঁটি। দুর্যোগে পাথরপ্রতিমা-হাওড়ায় ২জনের মৃত্যুর ঘটনা ঘটল। ঝড়ের হাত থেকে রেহাই পেলেও ভাসছে দক্ষিণবঙ্গে। বুধবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে । আজ থেকে কলকাতায় দুর্যোগ কাটার সম্ভাবনা আছে যদিও। বিপর্যয়ে ক্ষয়ক্ষতির সমীক্ষা করে ব্যবস্থা নিতে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী।&nbsp;</p>

from West Bengal News Live : ভবানীপুরে 'বিদ্যুৎস্পৃষ্ট' হয়ে মৃত্যু যুবকের https://ift.tt/jBHW2Rp
via IFTTT

Post a Comment

Previous Post Next Post