<p>ডেডলাইন শেষ, সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে পুজোর মধ্যেই আমরণ অনশনে জুনিয়র ডাক্তাররা। স্বচ্ছতা বজায় রাখতে সিসি ক্যামেরা রাখার ঘোষণা। </p> <p>দাবি পূরণে পুজোর মধ্যে এবার ডোরিনা ক্রসিংয়ে আমরণ অনশন। সামিল ৪ মেডিক্যাল কলেজের ৬ জুনিয়র ডাক্তার। </p> <p>আলোচনার কোনও বার্তা না দিয়ে শুধু ধর্না তোলার নির্দেশ নবান্নের। কিছু হলে, দায় সরকারের, ১০ দফা দাবিতে অনড় থেকে হুঁশিয়ারি জুনিয়র ডাক্তারদের। </p> <p>রাত থেকে আরেক রাত। ধর্মতলার মঞ্চ তুলতে পুলিশি হুমকির অভিযোগ। ডেকরেটর ফিরতেই নিজেরাই মঞ্চ বাঁধলেন, চৌকি আনলেন জুনিয়র ডাক্তাররা।</p> <p>থ্রেট কালচার, ৫৯-এর মধ্যে ১০জনকে আর জি কর থেকে বহিষ্কার, হস্টেল ছাড়ার সিদ্ধান্ত কলেজ কাউন্সিলের। রেজিস্ট্রেশন বাতিলের দাবি খতিয়ে দেখার সুপারিশ। </p> <p>অতিরিক্ত ৬ মাস বিনা স্টাইপেন্ডে করতে হবে কাজ। ৬ মাস থেকে ১ বছর কলেজে ঢোকায় নিষেধাজ্ঞা। একাধিক ইন্টার্ন, হাউস স্টাফ থেকে সিনিয়র রেসিডেন্টের বিরুদ্ধে কড়া পদক্ষেপের সুপারিশ কাউন্সিলের।</p> <p>পুজোর মধ্যেই ফের পথে নেমে প্রতিবাদ। বেহালা থেকে তারাতলা-গর্জে উঠল জাস্টিস ফর আর জি কর। </p> <p>ছাত্রী ধর্ষণ-খুনের অভিযোগে বিচার চেয়ে দফায় দফায় বিক্ষোভ। বিচারের দাবিতে এক সুর জয়নগর থেকে কলকাতা।</p> <p>আর জি কর-কাণ্ডের মধ্যেই ছাত্রীকে ধর্ষণ-খুনের অভিযোগে রণক্ষেত্র জয়নগর। আঁচ কলকাতাতেও। ময়নাতদন্তের জন্য দেহ কাঁটাপুকুর মর্গে আনতেই বিক্ষোভ।</p>
from RG Kar Protest: কাজে ফিরেও এবার আমরণ অনশনে জুনিয়র ডাক্তাররা | ABP Ananda LIVE https://ift.tt/BdkeJ0w
via IFTTT
from RG Kar Protest: কাজে ফিরেও এবার আমরণ অনশনে জুনিয়র ডাক্তাররা | ABP Ananda LIVE https://ift.tt/BdkeJ0w
via IFTTT