West Bengal News Live Updates: রাজ্য জুড়ে শক্তির আরাধনা, কালীপুজোয় দিকে দিকে সাড়ম্বর আয়োজন

<p>১। বিচারের দাবিতে ৮০ দিন পার। সিবিআইয়ের ওপর চাপ বাড়িয়ে এবার মশাল হাতে অভয়া মঞ্চের সিজিও অভিযান। বক্তব্য, "সিবিআই যেরকম ক্যাজুয়ালি চলছে, তাতে মনে হচ্ছে সন্দীপ ঘোষ জামিন পেয়ে যাবে।" (West Bengal News Live Updates)<br /><br />২। ফিক্সড ডিপোজিট ভাঙতে চেয়ে হাইকোর্টে সন্দীপ ঘোষ। টাকা তুলতে দিলে তদন্তে ক্ষতি হতে পারে বলে আর জি করের প্রাক্তন অধ্য়ক্ষের আবেদনে সায় দিল না সিবিআই। (Sandip Ghosh)<br /><br />৩। আর জি কর আবহেই এবার কল্যাণীতে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ। স্বামীকে আটকে রেখেই স্ত্রীকে ছিনিয়ে নিয়ে গিয়ে নির্যাতনের অভিযোগ। গ্রেফতার ৮। (RJ Kar Protests)<br /><br />৪। কল্যাণীর পর বর্ধমান, ফের রাজ্যে গণধর্ষণের অভিযোগ। প্রেমিককে আটকে রেখে তরুণীকে যৌন নির্যাতনের অভিযোগ। গ্রেফতার ৫। ধৃতদের ৭দিনের পুলিশ হেফাজত। (Diwali 2024)<br /><br />৫। আরামবাগে দোকানের মধ্যেই ধর্ষণের অভিযোগ! ভুল বুঝিয়ে ডাক্তারের চেম্বার থেকে দোকানে নিয়ে গিয়ে মহিলার ওপর অত্যাচার। গ্রেফতার অভিযুক্ত।<br /><br />৬। আক্রোশে নয়, বিকৃত মানসিকতা থেকেই জয়নগরে নাবালিকাকে ধর্ষণ-খুন। সিসি ফুটেজ, ময়নাতদন্তের রিপোর্ট, পারিপার্শ্বিক তথ্যপ্রমাণের উল্লেখ করে ২৫ দিনের মাথায় চার্জশিট SIT-র। <br /><br /><br />৭। সাংবাদিকের শ্লীলতাহানির অভিযোগে তন্ময় ভট্টাচার্যকে ৩ ঘণ্টা পুলিশি জিজ্ঞাসাবাদ। ৬ নভেম্বর ফের বরানগর থানায় তলব। বললেন, "যতবার ডাকবে ততবার যাব।"<br /><br />৮। ক্যানিংয়ে চাঁদার জুলুমে অভিযুক্তকে ছাড়াতে থানায় তাণ্ডব? পুলিশ পেটানোয় অভিযুক্ত বিধায়ক ঘনিষ্ঠ যুব তৃণমূল নেতা। ফুটেজে কিছুই মেলেনি, দাবি পুলিশের।<br /><br />৯। ক্যানিংয়ে ২ যুব তৃণমূল নেতার বিরুদ্ধে পুলিশ পিটিয়ে থানা থেকে অভিযুক্ত ছিনতাই? শুভেন্দুর অভিযোগ মানতে নারাজ যুব তৃণমূল নেতা। কিছুই হয়নি, বলে দাবি।<br /><br />১০। গোসাবায় ফের তৃণমূল বনাম তৃণমূল। বিধায়কের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মন্ত্রীর সামনেই বিক্ষোভ দেখানোয় দলীয় কর্মীদেরই বাড়িতেই হামলা, মারধরের অভিযোগ।<br /><br />১১। পুরুলিয়া, রামপুরহাট থেকে ক্যানিং। যোগ্যদের বঞ্চিত করে আবাসে দুর্নীতি-স্বজনপোষণের অভিযোগ। কোথাও ঘেরাও পঞ্চায়েত সদস্য, কোথাও বিডিও।<br /><br />১২। রামপুরহাটে বিজেপি করায় আবাসের তালিকা থেকে নাম বাদের অভিযোগ। বিডিও অফিসে বিক্ষোভ। অস্বীকার শাসক শিবিরের। খতিয়ে দেখার আশ্বাস বিডিও-র। <br /><br />১৩। দিকে দিকে আবাস বিক্ষোভ, যোগ্য একজনেরও নাম যেন বাদ না যায়, ফের জেলা প্রশাসনকে খতিয়ে দেখার নির্দেশ নবান্নের। আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, "আমাদের অফিসার-স্টাফ রি সার্ভে করতে যাচ্ছে।"<br /><br />১৬। দলের বিজয়ায় ব্রাত্য। পরদিনই অনুগামীদের নিয়ে পাল্টা বিজয়া সম্মিলনী বড়ঞার বিধায়কের। পাশে দাঁড়িয়ে জেলা সভাপতিকে তোপ হুমায়ুনের।&nbsp;<br /><br />১৭। দত্তপুকুরের বাদুতে রাসায়নিকের কারখানায় বিধ্বংসী আগুন। একজনের মৃত্যু, ৩জন গুরুতর আহত। আনা হল কলকাতায়।<br /><br />১৮। মুর্শিদাবাদের সুতিতে শ্যুটআউট। জুয়ার ঠেকে গন্ডগোলের জেরে গুলি, লক্ষ্যভ্রষ্ট হয়ে মৃত্যু হার্ডওয়্যার ব্যবসায়ীর। গ্রেফতার আততায়ী। <br />খুন ব্যবসায়ী<br /><br />১৯। পুরনো শত্রুতার জেরে কাইজার স্ট্রিটে যুবককে এলোপাথাড়ি কোপ, অনুমান পুলিশের। গ্রেফতার ১। হামলার সময় ঘটনাস্থলে ছিলেন বলে সন্দেহ। বাকিদের খোঁজে তল্লাশি।<br /><br />২০। এবার প্রাইমারি স্কুলে চলে আসছে ক্লাস ফাইভ। জানুয়ারি থেকেই নতুন নিয়ম কার্যকর। সর্বভারতীয় প্রেক্ষাপটের সঙ্গে সঙ্গতি রাখতে সিদ্ধান্ত, খবর সূত্রের।<br /><br />২১। ১৩ নভেম্বর রাজ্যে ৬ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। রাজ্যে আসছে আরও ১৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। উপনির্বাচনে রাজ্যে সেন্ট্রাল ফোর্স বেড়ে ১০৮ কোম্পানি। <br /><br /><br />২২। রাম মন্দির উদ্বোধনের পর অযোধ্যায় প্রথম দীপাবলি। ২৮ লক্ষ প্রদীপে সেজে উঠল সরযূ তীর। আতসবাজির চোখ ধাঁধানো প্রদর্শনী।<br /><br />২৩। কালীপুজোয় সেরার শিরোপা। এবিপি আনন্দ আলোক আনন্দ সম্মান ছিনিয়ে নিল বড়িশা শান্তি সঙ্ঘ, যাদবপুর অ্যাসোসিয়েশন, সরশুনা বিপ্লবী বাঘাযতীন সঙ্ঘ।</p>

from TMC News: মন্ত্রী বঙ্কিম হাজরাকে ঘিরে তৃণমূলকর্মীদের একাংশের বিক্ষোভ। ABP Ananda Live https://ift.tt/dFhMsCo
via IFTTT

Post a Comment

Previous Post Next Post