<p><strong>কলকাতা :</strong> আর জি কর-কাণ্ডে দ্রুত বিচারের দাবিতে এর আগে সিজিও কমপ্লেক্স অভিযান করেছিলেন চিকিৎসকরা। এবার একই দাবিতে CBI অফিস অভিযান করল 'জাগো নারী জাগো বহ্নিশিখা' নামে মহিলাদের এক সংগঠন। বিচার পেতে আর কতদদিন সময় দরকার, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দফতরের সামনে দাঁড়িয়েই স্লোগান তুললেন আন্দোলনকারীরা। সিবিআইয়ের প্রথম চার্জশিটে কলকাতা পুলিশের তদন্তেই কেন সিলমোহর দিল CBI, উঠল সেই প্রশ্নও।</p> <p>প্রায় এক সপ্তাহ ভর্তি থাকার পর গতকাল হাসপাতাল থেকে ছুটি পেলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো। গত ৬ অক্টোবর থেকে আমরণ অনশন কর্মসূচিতে যোগ দিয়েছিলেন তিনি। আপাতত তাঁকে সাতদিন বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে হাসপাতাল থেকে ছাড়া পেয়েই এদিন সমস্যার সমাধানে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেন অনিকেত।</p> <p>সুন্দরবনে বাঁধ নিয়ে ক্ষোভ নতুন কিছু নয়। এবার স্থানীয়দের সেই বাঁধভাঙা ক্ষোভই আছড়ে পড়ল খোদ সুন্দরবন উন্নয়নমন্ত্রীর সামনে। নামখানায় স্থানীয় বিধায়ক ও মন্ত্রী বঙ্কিম হাজরাকে সামনে পেয়ে ক্ষোভ উগরে দিলেন এলাকার মহিলা, গ্রামবাসীরা। এদিকে বিক্ষোভের মুখে পড়ে, এলাকার জনপ্রতিনিধিদেরই কাঠগড়ায় তুলেছেন মন্ত্রী। </p> <p>একসময় নকুলদানা বা চড়াম চড়াম ঢাকের আওয়াজের কথা বলতে শোনা যেত তাঁকে। খোদ DSP-কে দাঁড় করিয়ে একেবারে ঘড়ি ধরে হুঁশিয়ারি দেওয়ার সাহসও কেবল তিনিই রাখতেন। গোটা জেলায় তাঁর নামেই বাঘে-গরুতে একঘাটে জল খেত। কিন্তু ১৮ মাস তিহাড়ে কাটানোর পর সেই তিনিই পুরো বদলে গিয়েছেন। হুমকি-হুঁশিয়ারির বদলে এখন সবাইকে একসঙ্গে নিয়ে চলার কথা বলছেন। তিনি আর কেউ নন, বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা ও জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। </p>
from Krishnanagar News: 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান তুলে বিক্ষোভ কৃষ্ণনগরে https://ift.tt/0tz1UbC
via IFTTT
from Krishnanagar News: 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান তুলে বিক্ষোভ কৃষ্ণনগরে https://ift.tt/0tz1UbC
via IFTTT