<p>হাইকোর্টে ফের জোর ধাক্কা রাজ্যের। রেড রোডে উৎসবের কার্নিভালের সময়ই, বিচারের দাবিতে রানি রাসমণি অ্যাভিনিউয়ে দ্রোহের কার্নিভাল। ধর্মতলায় মানববন্ধন। </p> <p>পুলিশের জারি ১৬৩ নম্বর ধারা অসামঞ্জস্যপূর্ণ, মাত্রাতিরিক্ত, অযৌক্তিক। মৌলিক অধিকারে এধরনের নিয়ন্ত্রণ সৎ উদ্দেশ্যে হতে পারে না। কড়া মন্তব্য বিচারপতি রবি কৃষাণ কপূরের। </p> <p>রাজ্যকে দেওয়া অসীম ক্ষমতার ব্যবহার করে দ্রোহের কার্নিভালের অনুমতি আটকানো যায় না। দমনপীড়নমূলক নীতি স্বেচ্ছাচারিতার রাস্তা খুলে দিতে পারে। মন্তব্য হাইকোর্টের। </p> <p>খুলল শিকল, সরল লৌহকপাট। জয়ের শঙ্খধ্বনিতে দ্রোহের কার্নিভাল। যোগ দিলেন অপর্ণারা। </p> <p>চিকিৎসক ধর্ষণ-খুনে বিচারের দাবিতে ফের রাজপথে জ্বলল মশাল। দলীয় পতাকা ছাড়াই পথে নামল বিজেপি। কলকাতা থেকে জেলা, প্রতিবাদের গর্জন। </p> <p>আর জি কর-কাণ্ডের প্রতিবাদে দ্রোহের কার্নিভালের সঙ্গেই জুনিয়র ডাক্তারদের মানববন্ধনে নাগরিক সমাজ। বাধার অভিয়োগে ডিসি সেন্ট্রালকে ঘিরে বিক্ষোভ, পুলিশকে গো-ব্যাক। </p> <p>প্রতীকী অনশনকারীর ব্যাজ পরে পুজো কার্নিভালের মেডিক্যাল ক্যাম্পে। আটক কলকাতা পুরসভার ডাক্তার। আন্দোলনকারীদের চাপের মুখে থানা থেকে ছাড়া পেয়েই গেলেন অনশনমঞ্চে। </p> <p>রেড রোডে উৎসবের কার্নিভাল, গেলেন না সৌরভ। সকালেই যান মুম্বই, ফিরবেন আজ। প্রাক্তন ভারত অধিনায়কের অনুপস্থিতি ঘিরে জল্পনা। </p> <p>অনিকেত, আলোক, অনুষ্টুপ, পুলস্ত্য, তনয়ার পর অসুস্থ আরও এক অনশনকারী জুনিয়র চিকিৎসক। উত্তরবঙ্গ মেডিক্যালে ভর্তি সৌভিক বন্দ্যোপাধ্যায়। ধর্মতলায় অনশনে আরও ২জন। </p> <p>১০দফা দাবিতে অনড় জুনিয়র চিকিৎকরা। বিধানসভায় আলোচনার দাবি শুভেন্দুর। </p> <p>হাসপাতাল থেকে থানা, সিভিক ভলান্টিয়ারকে কাজে না লাগানো নিয়ে কী পদক্ষেপ? রাজ্য সরকারের হলফনামা তলব সুপ্রিম কোর্টের। সঞ্জয় রায়ের নিয়োগ নিয়েও উঠল প্রশ্ন। </p> <p>রাজনৈতিক মদতপুষ্ট ব্যক্তিদের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় নিয়োগ, এটা একটা সুন্দর ব্যবস্থা। আর জি কর মামলার শুনানিতে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির। </p> <p>অমিল ওষুধ, চিকিৎসা পরিষেবা না মেলার অভিযোগ। ধুনধুমার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে। সুপারের অফিসে তাণ্ডব, চেয়ার ছুড়লেন রোগীর আত্মীয়রা। কোথায় নিরাপত্তা? ফের উঠল প্রশ্ন। </p> <p>২দিন পরেও হল না ফরাক্কায় নিহত নাবালিকার দেহের ময়নাতদন্ত। মর্গের সামনে পরিবারের বিক্ষোভ। যোগ দিলেন ডিওয়াইএফআই কর্মীরাও। </p> <p>উত্তরে সিতাই, মাদারিহাট থেকে দক্ষিণে নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, তালডাংরা। ১৩ নভেম্বর রাজ্যের ৬ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। ২৩ নভেম্বর ফলপ্রকাশ। </p>
from Doctor Protest: থানার সামনে বিক্ষোভ, 'আটক' চিকিৎসককে ছাড়তে বাধ্য হল পুলিশ https://ift.tt/CsoP5R7
via IFTTT
from Doctor Protest: থানার সামনে বিক্ষোভ, 'আটক' চিকিৎসককে ছাড়তে বাধ্য হল পুলিশ https://ift.tt/CsoP5R7
via IFTTT