Weather Update: মহালয়ায় রাজ্যের ২১ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা, আগামীকাল কেমন থাকবে আবহাওয়া ?

<p><strong>কলকাতা:</strong> রাত পেরোলেই মহালয়া। এদিকে দক্ষিণবঙ্গের ১৫ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের ৬ জেলাতেও রয়েছে হলুদ সতর্কতা। আগামীকাল কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস।</p> <p>IMD সূত্রে খবর, আগামীকাল মহালয়ার দিন কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় হলুদ সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের এই ১৫ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে।&nbsp; পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং , জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে।</p> <p>আবহাওয়া দফতর সূত্রের খবর, আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। তবে আগামীকাল, মহালয়ার দিন দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আলিপুর আবহাওয়া দফতর। অন্য়দিকে, আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ থেকেই বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আজ, দক্ষিণবঙ্গে থাকবে মেঘলা আকাশ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় থাকবে আদ্রতাজনিত অস্বস্তি। &nbsp;</p> <p>আবহাওয়া সূত্রে খবর, এদিন কলকাতায় ২৬ থেকে ৩৫ ডিগ্রির মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করছিল। তবে আগামীকাল কলকাতায় ২৬ থেকে ৩৬ ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকতে পারে বলেই জানিয়েছে হাওয়া অফিস। তবে আর্দ্রতাটা ফের এদিন ৮০ উপরে উঠেছে। এদিন সকাল সাড়ে আটটায় আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৫শতাংশ। বলাইবাহুল্য সারাদিন কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকায় চরম অস্বস্তিকর আবহাওয়া ছিল। আর্দ্রতা জ্বালা ধরিয়েছে সারাদিন।</p> <p>আরও পড়ুন, <a title="ধর্ম-কর্ম সম্বন্ধে যথেষ্ট জ্ঞান আছে: মুখ্যমন্ত্রী" href="https://ift.tt/Uo4IQw6" target="_self">ধর্ম-কর্ম সম্বন্ধে যথেষ্ট জ্ঞান আছে: মুখ্যমন্ত্রী</a></p> <p>প্রসঙ্গত, কিছু দিন আগেই নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার জোড়া ফলায় বিপর্যস্ত হয়ে পড়েছিল দক্ষিণ ২৪ পরগনা। দফায় দফায় ভারী বৃষ্টি হচ্ছিল জেলা জুড়ে। বৃষ্টির সঙ্গে বইছিল ঝোড়ো বাতাস।&nbsp; বৃষ্টির পরিমাণ বেড়ে যাওয়ার সঙ্গে বাতাসের দাপটও বেড়ে গিয়েছিল।জানা যায়, সুন্দরবন উপকূলে ঝড়ের দাপট ছিল ঘন্টা ৫০ থেকে ৬০ কিলোমিটার।ঝড়ের জেরে কাকদ্বীপ মহকুমার নামখানা, সাগর, পাথরপ্রতিমায় একাধিক কাঁচাবাড়ি, গাছ, পানের বরজ ভেঙে পড়েছিল। জলমগ্ন হয়ে পড়েছিল নিচু এলাকাগুলি। নামখানা এলাকায় বেশ কিছু বাড়িতে জল ঢুকে পড়েছিল।&nbsp; পাশাপাশি গত সপ্তাহ থেকেই উত্তরবঙ্গের দার্জিলিং,জলপাইগুড়ি-সহ একাধিক জেলায় টানা ভারী বৃষ্টি হয়েই চলেছে।</p> <p><strong><em>আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও।&nbsp;<a title="যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।" href="https://ift.tt/Fa8buq5" target="_blank" rel="nofollow noopener" data-saferedirecturl="https://www.google.com/url?q=https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/&amp;source=gmail&amp;ust=1727864829398000&amp;usg=AOvVaw0zDQuwi6crn3O7attDmGJF">যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।</a>&nbsp;</em></strong></p> <div class="yj6qo">&nbsp;</div>

from 'আমরা উৎসবের মধ্যেও প্রতিবাদে থাকব', বললেন সিনিয়র চিকিৎসক সুবর্ণ গোস্বামী https://ift.tt/PoW5D30
via IFTTT

Post a Comment

Previous Post Next Post