<p><strong>পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: </strong>১৩ নভেম্বর রাজ্যের ৬ কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন। আর সেই উপনির্বাচনের ঠিক আগেই তৃণমূল নেত্রী তথা মন্ত্রীর বিরুদ্ধে প্রশ্ন তুলে পড়ল পোস্টার। 'খাদ্য প্রতিমন্ত্রীর এত জায়গা জমি হল কীভাবে?'-সহ একাধিক প্রশ্নের মুখোমুখি জ্যোৎস্না মাণ্ডি। </p> <p>তালডাংরা বিধানসভা এলাকার শিবডাঙ্গা-গোবিন্দপুর ভায়া বিবড়দা রাজ্য সড়কের উপর ইন্দপুরের কুরুস্থলিয়া, কচুইপাল ও যুগীবাইদ মোড়ের বাস যাত্রী প্রতিক্ষালয়-সহ বিভিন্ন দোকানের দেওয়ালে একাধিক পোষ্টার পড়ল। 'সাধারণ জনগণ'এর নামে সাদা কাগজের উপর হাতে লেখা পোষ্টার ওই পোষ্টার ঘিরে ওই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।</p> <p>ওই পোষ্টারগুলিতে একাধিক প্রশ্ন তোলা হয়েছে। যার মধ্যে 'খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মাণ্ডির এত জায়গা জমি হল কীভাবে?' থেকে শুরু করে তাঁর 'শোরুমগুলো কীভাবে হল ?', 'জঙ্গল মহলের আদিবাসীদের রেশনের কাটমানির টাকা কোথায় গেল ?', 'তালবেড়িয়ায় কোটি কোটি টাকার রিসর্ট হল কীভাবে' বলেই প্রশ্ন তোলা হয়েছে। যদিও রাতের অন্ধকারে কে বা কারা এই পোষ্টার দিল বিষয়টি স্পষ্ট নয় কারও কাছেই।</p> <p> স্থানীয়রা জানিয়েছেন, প্রতিদিনকার মতো এদিন সকালেই এই রাস্তা দিয়ে প্রাতঃভ্রমণে যাওয়ার পথে পোষ্টার গুলি তাঁদের চোখে পড়ে। তবে কে বা কারা এই পোষ্টার লাগিয়েছে সে বিষয়ে বিন্দুমাত্রও জানেন না বলে তাঁরা দাবি করেন।এবিষয়ে বিজেপির বাঁকুড়া জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডলের দাবি, মানুষ চুরি ধরে ফেলেছেন। যতো ভোট এগিয়ে আসবে ততএই ধরণের ঘটনা প্রকাশ্যে আসবে বলেও তিনি দাবি করেন।</p> <p> অন্যদিকে, জেলা তৃণমূলের অন্যতম সাধারণ সম্পাদক রামানুজ সিংহমহাপাত্র পোষ্টার বিতর্কে বিরোধীদের দিকে আঙ্গুল তুলেছেন। তার দাবি উপ নির্বাচনের আগে 'দিশাহীন বিরোধীরা এই সব কাণ্ড করছে। </p> <p>আরও পড়ুন,<a title=" নবান্নে জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের লাইভ স্ট্রিমিং" href="https://ift.tt/qgoEtfG" target="_self"> নবান্নে জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের লাইভ স্ট্রিমিং</a></p> <p><strong><em>আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। <a title="যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।" href="https://ift.tt/7FIwdqj" target="_blank" rel="nofollow noopener" data-saferedirecturl="https://www.google.com/url?q=https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/&source=gmail&ust=1729596294779000&usg=AOvVaw33lFvVeH9TyuWyavIJFcjv">যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।</a> </em></strong></p> <div class="yj6qo"> </div> <div class="adL"> </div>
from Mamata Banerjee: বৈঠকে নিজের ২৬ দিনের অনশনের কথা স্মরণ করলেন মমতা, কী বললেন ? https://ift.tt/42OQ7dB
via IFTTT
from Mamata Banerjee: বৈঠকে নিজের ২৬ দিনের অনশনের কথা স্মরণ করলেন মমতা, কী বললেন ? https://ift.tt/42OQ7dB
via IFTTT