<p>ABP Ananda LIVE: উত্তরপ্রদেশের মেরঠেও আক্রান্ত জুনিয়র ডাক্তার। রোগীমৃত্যুতে গাফিলতির অভিযোগ তুলে বেধড়ক মারধর। প্রতিবাদে গণ ইস্তফা লালা লাজপত রাই মেডিক্যাল কলেজের ২৫০ চিকিৎসকের।</p> <p>আরও খবর...<br /><br />বুধবার বাঁশদ্রোণীতে দুর্ঘটনায় ছাত্রমৃত্যু ঘিরে পুলিশের উপর আছড়ে পড়ে জনরোষ। তার মধ্যেই তাদের উদ্ধার করতে হাজির হয় তৃণমূল কাউন্সিলরের ঘনিষ্ঠ বলে পরিচিত বাহিনী। যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। </p> <p>'আশিস পাণ্ডে দুর্নীতির নায়ক। খলনায়কদের মহানায়ক করার চেষ্টার জন্যই আজ দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে', আর জি কর-কাণ্ডে ধৃত আশিস পাণ্ডেকে নিয়ে বিস্ফোরক প্রাক্তন তৃণমূল সাংসদ শান্তনু সেন। </p> <p>আর জি কর মেডিক্যালের হাউসস্টাফ আশিস পাণ্ডে গ্রেফতার। জিজ্ঞাসাবাদে একাধিক তথ্য প্রমাণ মিলেছে, সিবিআই সূত্রে খবর।আর জি কর মেডিক্যালে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের দিন হোটেল বুক করেছিলেন। চিকিৎসকের দেহ উদ্ধারের দিন সকালে সেমিনার রুমের সামনে দেখা যায় আশিস পাণ্ডেকে।</p>
from '৬ মাস রাস্তা এমনই করে রেখেছে', ভুরি ভুরি অভিযোগ বাঁশদ্রোণীর স্থানীয়দের https://ift.tt/IVF7fU3
via IFTTT
from '৬ মাস রাস্তা এমনই করে রেখেছে', ভুরি ভুরি অভিযোগ বাঁশদ্রোণীর স্থানীয়দের https://ift.tt/IVF7fU3
via IFTTT