<p>ABP Ananda Live: মুখ্য়সচিবের সঙ্গে চিকিৎসক সংগঠনগুলির বৈঠকেও কাটল না জট। ১০টির মধ্যে ৩ দাবি নিয়ে কোনও টাইমলাইন নয়। স্বাস্থ্যসচিবের অপসারণ, ছাত্র সংসদ নির্বাচন ও হেলথ রিকরুটমেন্ট বোর্ডের বিরুদ্ধে তদন্ত নিয়ে পরে সিদ্ধান্ত। বৈঠকে জানালেন মুখ্যসচিব। '১০ টির মধ্যে ৭টি দাবি নিয়ে অগ্রগতি হয়েছে, ২ দিনে আগে কী কী কাজ করা হয়েছে, সেটাও জানানো হয়েছে। বাকি ৩টি দাবি জানানো হয়েছে, টাইমলাইন চেয়েছিল, কোনও টাইমলাইন নয়, প্রশাসনিক সিদ্ধান্ত যখন হবে জানানো হবে', বললেন মুখ্যসচিব। আর জি কর কাণ্ডের বিচারের দাবিতে চলছে আন্দোলন। আজ স্বাস্থ্য ভবনে ১২ টি চিকিৎসক সংগঠনের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব। কিন্তু বৈঠকের পরেও কাটল না জট। বৈঠক শেষে সিনিয়র চিকিৎসকরা জানান, 'এই বৈঠক হতাশাজনক।' অন্যদিকে মুখ্যসচিব জানান, 'আমাদের পক্ষে নির্দিষ্ট টাইমলাইন দেওয়া সম্ভব নয়, জুনিয়র চিকিৎসকদের অনুরোধ করছি অনশন তুলে নিতে।'</p>
from RG Kar News: ধর্মতলায় চলছে জুনিয়র চিকিৎসকদের অনশন, এবার অসুস্থ তনয়া পাঁজা। ABP Ananda Live https://ift.tt/9My7WUA
via IFTTT
from RG Kar News: ধর্মতলায় চলছে জুনিয়র চিকিৎসকদের অনশন, এবার অসুস্থ তনয়া পাঁজা। ABP Ananda Live https://ift.tt/9My7WUA
via IFTTT