RG Kar Protest: আগামীকাল জুনিয়র ডাক্তারদের রাজভবন অভিযান, কার্নিভালের দিন রাজ্যজুড়ে মানববন্ধনের ডাক

<p><strong>কলকাতা: </strong>CBI-এ অনাস্থা, আগামীকাল জুনিয়র ডাক্তারদের রাজভবন অভিযান। আজ সাংবাদিক সম্মেলন করে জুনিয়র চিকিৎসকেরা জানান, চার্জশিট নিয়ে CBI-এর প্রতি তাঁদের অনাস্থা তৈরি হয়েছে। সেই কারণেই রাজভবন অভিযান করবেন তাঁরা। অন্যদিকে পুজো কার্নিভালের দিন মানববন্ধনের ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। তাঁরা এই কথাও স্পষ্ট করে দিয়েছেন যে তাঁরা কার্নিভালে বাধা দিতে চান না। সেই কারণেই রাস্তার ধার দিয়ে মানববন্ধনের ব্যবস্থা করেছেন তাঁরা।&nbsp;</p> <p>আজ সাংবাদিক সম্মেলন করে জুনিয়র চিকিৎসকেরা জানান, শুধু কলকাতা নয়, রাজ্য জুড়েই মানববন্ধন কর্মসূচীর ডাক দিয়েছেন তাঁরা। তবে ই মানববন্ধন হবে শান্তিপূর্ণভাবে, এই কথাও উল্লেখ করেছেন তাঁরা। জুনিয়র চিকিৎসক দেবাশিস হালদার বলেন, 'সাধারণ মানুষকেও মানববন্ধন কর্মসূচিতে যোগ দেওয়ার ডাক দেওয়া হচ্ছে। দ্রোহের কার্নিভালে জুনিয়র চিকিৎসকরা অংশ নেবেন কি না, আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।' তবে আগামীকাল যে স্বাস্থ্য ভবনের বৈঠকে ডাকা হয়নি, সেই কথা এদিন স্পষ্ট করে দেন জুনিয়র চিকিৎসকেরা। দেবাশীষ হালদার বলেন, 'এখানে অনশনকারীরা বসে রয়েছেন, তাঁদের কাছে তো কোনও বার্তা আসেনি। তাহলে কাদের বৈঠকে ডাকা হয়েছে? আমরা তো জানি না।'</p> <p>দেবাশিস হালদার এদিন আরও বলেন, 'মুখ্যমন্ত্রী চাইলে ৫ মিনিটেই আমাদের দাবি পূরণ করতে পারেন'। জুনিয়র ডাক্তারেরা বিশিষ্টজনেদের উদ্দেশে বলেন, 'দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশন তুলব না। আমাদের দাবি মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দিন'। জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে এদিন জানানো হয়, স্থিতিশীল হলেও বিপন্মুক্ত নন হাসপাতালে ভর্তি হওয়া তিন অনশনকারী চিকিৎসক অনিকেত, আলোক, অনুষ্টুপ। অনশনরত অন্য জুনিয়র চিকিৎসকদেরও শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে জানানো হয়েছে চিকিৎসকদের তরফ থেকে। জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি বলেন, '৩ সহযোদ্ধার অবস্থা উদ্বেগজনক হলেও এখনও পর্যন্ত সদর্থক পদক্ষেপ নেয়নি সরকার। শুধু চিকিৎসকরা নন, রোগী ও তাঁদের পরিজনদের নিরাপত্তাও দরকার। প্রথম থেকেই হাসপাতালে হাসপাতালে নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানিয়ে এসেছেন জুনিয়র ডাক্তাররা। 'এই আন্দোলন শুধু চিকিৎসকদের নয়, নাগরিকদেরও। হাতজোড় করে অনুরোধ করছি ক্ষুদ্র দলীয় স্বার্থ নিয়ে কেউ ধর্নামঞ্চে আসবেন না', এদিন বলেন জুনিয়র চিকিৎসকেরা।</p> <p><iframe style="border: none; overflow: hidden;" src="https://ift.tt/GRFa9co" width="560" height="314" frameborder="0" scrolling="no" allowfullscreen="allowfullscreen"></iframe></p> <p>আরও পড়ুন: <a title="Kanchan-Sreemoyee: সিঁদুরখেলায় সঙ্গী কাঞ্চন, আটপৌরে শাড়িতে দেবীবরণ নববধূ শ্রীময়ীর" href="https://ift.tt/EGrMSUh" target="_blank" rel="noopener">Kanchan-Sreemoyee: সিঁদুরখেলায় সঙ্গী কাঞ্চন, আটপৌরে শাড়িতে দেবীবরণ নববধূ শ্রীময়ীর</a></p> <p><strong><em>আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও।&nbsp;<a title="যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।" href="https://ift.tt/dDKRq9N" target="_blank" rel="nofollow noopener" data-saferedirecturl="https://www.google.com/url?q=https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/&amp;source=gmail&amp;ust=1728672033161000&amp;usg=AOvVaw0qLFmYiCFIj8CbMRLlXgUE">যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।</a></em></strong></p> <p>&nbsp;</p>

from Durga Puja 2024: শারদোৎসব শেষ, বাতাসে বিষাদের সুর; কৈলাসে ফেরার পালা উমার https://ift.tt/h4c8Nuv
via IFTTT

Post a Comment

Previous Post Next Post