RG Kar Protest: কোচবিহারের পর এবার কলকাতা, ফের আক্রান্ত রাত দখলের আন্দোলনকারীরা | ABP Ananda LIVE

<p>ABP Ananda LIVE: কোচবিহারের পর এবার কলকাতা, ফের আক্রান্ত রাত দখলের আন্দোলনকারীরা । টালিগঞ্জের করুণাময়ীতে আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগ । তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ আন্দোলনকারীদের । পুলিশের সামনেই রাস্তায় ফেলে মারধরের অভিযোগ । ১১৫ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রত্না শূরের নেতৃত্বে হামলার অভিযোগ । হামলার অভিযোগ অস্বীকার তৃণমূল কাউন্সিলরের&nbsp;</p> <p>আরও খবর...<br /><br />মহালয়ায় মায়ের কোল খালি। ঘাতক পে লোডারে ভাঙচুর। পুলিশের সামনেই বিক্ষোভকারীদের রাস্তায় ফেলে মার! তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে সরব হতেই চড়াও হওয়ার অভিযোগ।</p> <p>পে লোডারে পিষ্ট হয়ে ছাত্রের মৃত্যুতে রণক্ষেত্র বাঁশদ্রোণী। ৭ ঘণ্টা ঘেরাও ওসি, উদ্ধারে পুলিশ পরিচয়ে ওরা কারা ? 'পাটুলি থানার ওসিকে উদ্ধারে তৃণমূলের গুন্ডাবাহিনী'।<br />পুলিশ পরিচয়ে উদ্ধার ঘিরে বিস্ফোরক অভিযোগ স্থানীয়দের।</p> <p>মহালয়ায় দুর্ঘটনা ঘিরে ধুন্ধুমার, বাঁশদ্রোণীতে তুলকালাম। স্কুলছাত্রকে পিষে মারল পে লোডার, প্রতিবাদে অগ্নিগর্ভ বাঁশদ্রোণী। পুলিশকে আটকে রেখে বিক্ষোভ, তুমুল ধস্তাধস্তি । পাটুলি থানার ওসি-কে কাদায় নামিয়ে বিক্ষোভ এলাকাবাসীর। সাতসকালে দুর্ঘটনা, দুপুরেও ঘটনাস্থলে গেলেন না তৃণমূল কাউন্সিলর। 'কোথায় ১১৩ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনীতা কর মজুমদার?' কোথায় কাউন্সিলর, বিধায়ক, সাংসদ? প্রশ্ন স্থানীয় বাসিন্দাদের। বিক্ষোভকারীদের ওপর হামলার অভিযোগ কাউন্সিলর অনুগামীদের বিরুদ্ধে। দু-পক্ষের হাতাহাতি, এবিপি আনন্দ'র ক্যামেরা দেখে বাধা দেওয়ার চেষ্টা।</p>

from 'এই আন্দোলন যে আরও উত্তেজিত হয়নি তা আপনার ভাগ্য ভাল', মন্তব্য কুণাল সরকারের https://ift.tt/taM94Rr
via IFTTT

Post a Comment

Previous Post Next Post