RG Kar News: তৃণমূলপন্থী জুনিয়র ডাক্তারদের সংগঠনের নিশানায় পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টর্স অ্যাসোসিয়েশন

<p>ABP Ananda Live: '১০০ শতাংশই প্রোগ্রেসিভ জুনিয়র ডক্টর্স অ্যাসোসিয়েশন কিছুটা সরকারপন্থী সংগঠন। মুখ্যমন্ত্রী কিন্তু থ্রেট কালচারে অভিযুক্ত যেসমস্ত চিকিৎসকরা, জুনিয়র চিকিৎসকদের ডেকেছিলেন সাসপেনসনের ব্যবস্থা নিতে, তার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী যথেষ্ট ব্যবস্থা নিয়েছিলেন। যারা থ্রেট কালচারে অভিযুক্ত এবং সাসপেন্ডেড ছিল তারা একটা সংগঠন তৈরি করে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স অ্যাসোসিয়েসন, সেই সংগঠনে যারা এই প্রেস ক্লাবে প্রেস মিট করে গেছে তারা প্রত্যেকে একটা করে ক্রিমিনাল মাইন্ডের লোক, আক্রমণ প্রোগ্রেসিভ জুনিয়র ডক্টর্স অ্যাসোসিয়েশন মহাসচিবের'।&nbsp; এবার তৃণমূলপন্থী জুনিয়র ডাক্তারদের সংগঠনের নিশানায় পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টর্স অ্যাসোসিয়েশন।</p> <p>আর জি কর মেডিক্যালের জরুরি বিভাগে সিলড বাক্সে রক্তমাখা গ্লাভস ! আর জি কর কাণ্ডের প্রতিবাদে যখন অনশনে বসেছিলেন জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধিরা, তখনই উঠে আসে এরকম চাঞ্চল্যকর অভিযোগ। এই প্রসঙ্গটি নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের সময়ও তুলে ধরেন আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা। কিন্তু সেই গ্লাভস কোথা থেকে এল হাসপাতালে ? তদন্তে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য।&nbsp;</p> <p>আর জি কর মেডিক্যালের উপাধ্যক্ষ সপ্তর্ষি চট্টোপাধ্যায় জানালেন তদন্তে উঠে এসেছে নতুন তথ্য।&nbsp; হাসপাতালে যে গ্লাভসগুলিতে রক্তের দাগ রয়েছে বলে হইচই পড়ে যায়, সেগুলি নাকি আদতে রক্তের দাগ নয় ! তার প্রমাণ মিলেছে বায়োকেমিস্ট্রি বিভাগের ল্যাবে। তবে ওটা আসলে কীসের দাগ?&nbsp; তা জানতে সেগুলি পাঠানো হচ্ছে ফরেন্সিক ল্যাবে।&nbsp;</p> <p>এছাড়া আরও গুরুত্বপূর্ণ বিষয় হল, যে বাক্সে গ্লাভস এসেছিল তার ব্যাচ নম্বরের সঙ্গে গ্লাভসের প্যাকেটের নম্বরের মিল নেই । তাহলে এই গ্লাভস হাসপাতালে ঢুলে পড়ল কীকরে ? কীভাবেই বা পৌঁছে গেল অপারেশন থিয়েটার পর্যন্ত ? তা জানতে আরও তদন্তের প্রয়োজন বলে জানান. আর জি কর মেডিক্যালের উপাধ্যক্ষ সপ্তর্ষি চট্টোপাধ্যায়।&nbsp; &nbsp;</p>

from Santanu Sen: IMA-র রাজ্য শাখার সম্পাদক পদে মনোনয়ন পেশ শান্তনু সেনের https://ift.tt/zs5qXm7
via IFTTT

Post a Comment

Previous Post Next Post