New Music Video: প্রথমবার পুজোর গানে শ্রাবন্তী চট্টোপাধ্যায়, প্রকাশ্যে এল অভিনেত্রীর প্রথম লুক

<p><strong>কলকাতা:</strong> এবার পুজোয় মিউজিক ভিডিও (Music Video) নিয়ে হাজির হচ্ছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। প্রকাশ্যে এল তাঁর নতুন কাজের প্রথম লুক। মুক্তির অপেক্ষায় পুজোর গান 'জয় জয় দুগ্গা মা' (Joy Joy Dugga Maa)।&nbsp;</p> <p><strong>মুক্তির অপেক্ষায় পুজোর নতুন গান, প্রকাশ্যে শ্রাবন্তীর প্রথম লুক</strong></p> <p>মুক্তির পথে এবছরের পুজোর নতুন গান। নির্মাতাদের দাবি, এবছরের সবচেয়ে বড়ো কমার্শিয়াল মিউজিক ভিডিও হতে চলেছে এটি। মুখ্য চরিত্রে পর্দার 'দেবী চৌধুরানী'। প্রকাশ্যে এল অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের প্রথম লুক।</p> <p>দুর্গাপুজো মানেই বাঙালির আবেগ। দেদার প্যান্ডেল ভ্রমণের পাশাপাশি নাচ, গান, হুল্লোড়ও থাকবেই। আর সেই সঙ্গে পুজোর আমেজের নতুন গানের মুক্তি। এই প্রথম পুজো স্পেশাল কোনও গানে দেখা যাবে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। প্রকাশ্যে এল অভিনেত্রীর প্রথম লুক। পুরোপুরি কমার্শিয়াল ঘরানার এই গানে ভিন্ন লুকে দেখা যাবে নায়িকাকে। গানের নাম 'জয় জয় দুগ্গা মা'। গানটি গেয়েছেন সঙ্গীতশিল্পী অনন্যা চক্রবর্তী।</p> <p>মিউজিক ভিডিও পরিচালনার দায়িত্ব সামলেছেন পরিচালক রাহুল বীর কুমার ঘোষ। গানটির সিনেমাটোগ্রাফি করেছেন উজ্জ্বল ভট্টাচার্য। গানের প্রতিটি লাইনে রয়েছে পুজোর নাচের জন্য উপযুক্ত স্টেপ। কলকাতা শহরের নানা স্থানে শ্যুটিং হয়েছে এই গানের।</p> <p>ইতিমধ্যে গানের টাইপোগ্রাফি পোস্টার প্রকাশ্যে এসেছে। মঙ্গলবার প্রকাশ্যে এল শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ফার্স্ট লুক। লাল শাড়ি ও সাদা শাড়িতে অপরূপ লুকে ক্যামেরার সামনে দেখা গেল শ্রাবন্তীকে। 'সান ভেঞ্চার'-এর ব্যানারে সানি খান ও অনুপ সাহার প্রযোজনায় মুক্তি পাবে এই গান।&nbsp;এর আগে প্রযোজকদ্বয়ের হাত ধরে শ্যুটিং শেষ হয়েছে অভিনেতা সৌরভ দাস ও অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডুর নতুন ছবি '১০ই জুন'। শীঘ্রই মুক্তি পাবে এই গান।&nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p> <p>আরও পড়ুন: <a title="Govinda Bullet Injury: গুলিবিদ্ধ গোবিন্দ, মামার স্বাস্থ্যের আপডেট দিলেন ক্রুষ্ণা অভিষেক, হাসপাতালে ডেভিড-শত্রুঘ্ন" href="https://ift.tt/jkeiDro" target="_blank" rel="noopener">Govinda Bullet Injury: গুলিবিদ্ধ গোবিন্দ, মামার স্বাস্থ্যের আপডেট দিলেন ক্রুষ্ণা অভিষেক, হাসপাতালে ডেভিড-শত্রুঘ্ন</a></p> <p>সম্প্রতি ঘোষণা করা হয়েছে ৭০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার (70th National Film Awards) প্রাপকদের তালিকা। সেখানে সেরা বাংলা ছবির শিরোপা পেয়েছে 'কাবেরী অন্তর্ধান'। আর সেই ছবিতেই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শ্রাবন্তী। অন্যদিকে পরিচালক শুভ্রজিৎ মিত্রের হাত ধরে পর্দায় 'দেবী চৌধুরানী' রূপে দেখা যাবে শ্রাবন্তীকে। পরিচালকের পরবর্তী থ্রিলার ঘরানার ছবিতেও দেখা যাবে তাঁকে। অধীর আগ্রহে অপেক্ষায় দর্শক।</p> <p><strong><em>আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও।&nbsp;<a title="যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।" href="https://ift.tt/Fa8buq5" target="_blank" rel="nofollow noopener" data-saferedirecturl="https://www.google.com/url?q=https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/&amp;source=gmail&amp;ust=1727891510883000&amp;usg=AOvVaw0IgjFMyghiFGSpHIzFmU5B">যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।</a></em></strong></p>

from চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে সামিল নাগরিক সমাজও https://ift.tt/KoIzyF4
via IFTTT

Post a Comment

Previous Post Next Post