শিয়ালদা ESI হাসপাতালে ভয়াবহ আগুন ! ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন

<p><strong>কলকাতা :</strong> শুক্রবার কাকভোরে শিয়ালদা ESI হাসপাতালে ভয়াবহ আগুন। ভোর ৫ টা নাগাদ নজরে আসে বিষয়টি। তারপর স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করে। তারপর আসে দমকল। সকাল সাড়ে ৭ টার মধ্যে সেখানে পৌঁছেছে দমকলের &nbsp;১০টি ইঞ্জিন।&nbsp;<br />ভোর ৫টা নাগাদ হাসপাতালে আগুন লাগে, তবে আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। এই আগুনে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে জানা যায়নি এখনও।&nbsp;</p> <p><strong>(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)</strong></p>

from Mamata Banerjee: আর জি করকাণ্ডের আবহে মুখ্যসচিবের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর https://ift.tt/coMxYOP
via IFTTT

Post a Comment

Previous Post Next Post