Durga Puja: নজরকাড়া মণ্ডপ, সাবেকি প্রতিমার অপরূপ রূপ, সেবক সঙ্ঘের মণ্ডপজুড়ে রয়েছে ঐতিহ্য়ের ছোঁয়া

<p>ABP Ananda Live: নজরকাড়া মণ্ডপ, সঙ্গে সাবেকি প্রতিমার অপরূপ রূপ। সাদার্ন অ্য়াভিনিউ লাগোয়া, সেবক সঙ্ঘের মণ্ডপজুড়ে রয়েছে ঐতিহ্য়ের ছোঁয়া। ইট-কাঠ-কংক্রিটের এই শহরের বুকে সবুজের সমারোহ...জলাশয়ের স্নিগ্ধতা! সারা বছর প্রকৃতিপ্রেমীদের প্রিয় জায়গা! আর দুর্গাপুজোর সময় এই সরোবরের আশপাশের এলাকায় সেজে ওঠে আলোর মালায়। মাতৃ আরাধনার আনন্দে। চোখ জুড়ানো প্রতিমার রূপ... ঝাড়বাতির আলোয় সেজে উঠেছে মণ্ডপ। এবছর, ৪০ বছরে পড়ল সাদার্ন অ্য়াভিনিউ লাগোয়া, সেবক সঙ্ঘের পুজো। মণ্ডপের দেওয়াল জুড়ে দেবীর ৯টি রূপ...মণ্ডপে তুলে ধরা হয়েছে সতীপীঠের চিত্র। আলোর মালায় সেজে উঠেছে গোটা চত্বর। সনাতনী এই প্রতিমা নির্মাণ করেছেন, শিল্পী কালাচাঁদ রুদ্রপাল।&nbsp;</p> <p>আরও খবর, অনশনরত অনিকেত মাহাতোর শারীরিক অবস্থার অবনতি। মাঝরাতেই ভর্তি আরজিকর হাসলাতালের CCUতে। অসুস্থ হচ্ছেন অনশনরত জুনিয়র ডাক্তাররা। দ্রুত সমাধান না হলে চরম পদক্ষেপের হুঁশিয়ারি আইএমএ বেঙ্গলের। মুখ্যমন্ত্রীকে চিঠি ৬৯টি চিকিৎসক সংগঠনের ফেডারেশন ফেমারও।</p>

from RG Kar Case: মুখ্যমন্ত্রীকে কড়া চিঠি 'ফেমা'র, 'অনশনরত চিকিৎসকদের শরীর খারাপ হলে...' https://ift.tt/w6zjOrv
via IFTTT

Post a Comment

Previous Post Next Post