<p><strong>কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা:</strong> অতীতে রেড রোডের পুজো কার্নিভালে অনেক সেলিব্রিটিকে দেখা গেলেও, এবার তাঁদের দেখা যায়নি। আর জি কর-কাণ্ডের প্রসঙ্গ টেনে যা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন বিজেপি নেতা ও অভিনেতা রুদ্রনীল ঘোষ। যদিও তারকা ও বিশিষ্টজনদের অনুপস্থিতির সঙ্গে আর জি কর-কাণ্ডের কোনও সম্পর্ক নেই বলে দাবি করেছে তৃণমূল।</p> <p><strong>কার্নিভালে সেলেব-বিতর্ক:</strong> একদিকে রানি রাসমণি রোডে আর জি কর-কাণ্ডের প্রতিবাদে দ্রোহের কার্নিভাল। আর তার থেকে ঠিক ঢিল ছোড়া দূরেই হয়েছে, রাজ্য সরকার আয়োজিত জাঁকজমক পুজো কার্নিভাল। নাচ গান আলোর রোশনাই, সবকিছুই দেখা গেছে। কিন্তু তারমধ্য়েও তৈরি হল নতুন বিতর্ক। যেমন গতবছর পুজো কার্নিভালে অনেককে দেখা গেলেও, এবার তাঁরা সেখানে ছিলেন না। আর এ নিয়েই কটাক্ষ করেছেন রাজ্য বিজেপির সাংস্কৃতিক সেলের আহ্বায়ক রুদ্রনীল ঘোষ। তাঁর দাবি, আর জি কর কাণ্ডে বিতর্ক এড়াতেই পুজো কার্নিভাল এড়িয়ে গেছেন অনেকে। বিজেপির সাংস্কৃতিক সেলের আহ্বায়ক রুদ্রনীল ঘোষ বলেন, "গতবার অনেকে উপস্থিত ছিলেন। তারা মানুষের ঘৃণার পাত্র হতে চাইছেন না। মানুষ হৃদয়ের পাত্র থেকে তাঁরা সরে যেতে চাইছেন না। প্রসেনজিৎ, সৌরভ, দেব, শুভশ্রী, রাজ, কাঞ্চন, মিমিকে দেখতে পাওয়া গলে না। এটা নতুন পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।''<br /><br />মুম্বই চলে যাওয়ায়, সৌরভ গঙ্গোপাধ্য়ায় যে পুজো কার্নিভালে থাকতে পারবেন না, তা মঙ্গলবারই জানা যায়। দেবের ঘনিষ্ঠমহল সূত্রে খবর, তিনি এখন দেশের বাইরে আছেন। রাজ চক্রবর্তী জানিয়েছেন, সোমবার ব্যারাকপুরে কার্নিভালে উপস্থিত থাকলেও, কলকাতার বাইরে থাকায় মঙ্গলবার রেডরোডের কার্নিভালে থাকতে পারেননি। দলের প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন "আসলে যারা এরকম ভাবছে কল্পিত কল্পনা থেকে ভাবছে। যারা আসেনি তারা অহয়ত বাইরে গেছে। কার কী অনুষ্ঠান আছে, সেটা তো জানা সম্ভব নয়। তবে এর সঙ্গে আর জি করের সম্পর্ক নেই। সৌরভ তো জরুরি কাজে বাইরে গেছে।''<br /><strong><br /></strong>মঙ্গলবারের পুজো কার্নিভালে ছিলেন না, তৃণমূল ঘনিষ্ঠ বলে পরিচিত শিল্পী শুভাপ্রসন্ন। যদিও তাঁর পারিবারিক সূত্রে খবর, তিনি অসুস্থ থাকায় যেতে পারেননি। আমন্ত্রণপত্র পাওয়া সত্ত্বেও কার্নিভালে উপস্থিত ছিলেন না নৃসিংহপ্রসাদ ভাদুড়ী। তিনিও অসুস্থ বলে জানিয়েছেন। অনশনকারী চিকিৎসকদের স্বাস্থ্যের দ্রুত অবনতি ঘটায়, কয়েকদিন আগেই নাগরিক সমাজের তরফে মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিবকে ই-মেল করে উদ্বেগ প্রকাশ করেছিলেন বিশিষ্ঠ ব্যক্তিরা। সেখানে নাম ছিল রাজ্যের সিলেবাস কমিটির প্রাক্তন চেয়ারম্যান অভীক মজুমদারের। তিনিও পুজো কার্নিভালে যাননি। যদিও তিনি অনুপস্থিতি নিয়ে নির্দিষ্ট কোনও কারণ জানাননি।</p> <p><strong><u><em>আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। <a title="যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।" href="https://ift.tt/1IZDblf" target="_blank" rel="nofollow noopener">যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।</a></em></u></strong> </p> <p><strong>আরও পড়ুন: <a title="Doctors Protest: আন্দোলন কি এবার ব্রিগেড-মুখী? চিকিৎসকদের ইঙ্গিতপূর্ণ মন্তব্যে প্রশ্ন" href="https://ift.tt/a2P5Trj" target="_self">Doctors Protest: আন্দোলন কি এবার ব্রিগেড-মুখী? চিকিৎসকদের ইঙ্গিতপূর্ণ মন্তব্যে প্রশ্ন</a></strong></p>
from RG Kar News: 'নিজের কাজে গিয়ে হেনস্থার শিকার হব ভাবতে পারিনি', বললেন তপোব্রত | ABP Ananda LIVE https://ift.tt/82xgvlj
via IFTTT
from RG Kar News: 'নিজের কাজে গিয়ে হেনস্থার শিকার হব ভাবতে পারিনি', বললেন তপোব্রত | ABP Ananda LIVE https://ift.tt/82xgvlj
via IFTTT