<p><strong>কলকাতা:</strong> আর জি কর-কাণ্ডের (RG Kar Protest) প্রতিবাদে, জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে সমর্থন জানিয়ে, সোমবার সকাল ছটা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত, আটচল্লিশ ঘণ্টা প্রতীকী কর্মবিরতির ডাক দিয়েছেন একাধিক বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা। শুধুমাত্র জরুরি পরিষেবা ছাড়া সব পরিষেবা বন্ধ থাকবে বলে চিকিৎসকদের তরফে জানানো হয়েছে।</p> <p><strong>প্রতীকী কর্মবিরতির ডাক:</strong> ধর্মতলায় অনশন আন্দোলনের নবম দিন অনশনরত ডাক্তারি পড়ুয়াদের স্বাস্থ্য়ের ক্রমশ অবনতি হচ্ছে। অনিকেত মাহাতোর পর, গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন, আন্দোলনের অন্যতম দুই মুখ অনুষ্টুপ মুখোপাধ্য়ায় এবং পুল্যস্ত আচার্য। কিন্তু, তাতে এতটুকুও কমেনি আন্দোলনের ঝাঁঝ। আর জি কর-কাণ্ডে বিচারের দাবিতে এবং, আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের প্রতি সংহতি জানিয়ে, নতুন করে প্রতীকী আংশিক কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছে কলকাতার একাধিক বেসরকারি হাসপাতাল। <br /> <br />অ্য়াপোলো, মণিপাল, মেডিকাআর এন টেগোর,ফর্টিস,পিয়ারলেসের পর এবার, আংশিক কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছে আলিপুরের উডল্যান্ডস মাল্টি স্পেশালিটি, CMRI,BM বিড়লা, কোঠারি এবং বেহালার নারায়ণা স্পেশালিটি হাসপাতালের চিকিৎসকরাও। সোমবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬ পর্যন্ত আংশিক কর্মরিরতির ঘোষণা করলেন তাঁরা। ৪৮ ঘণ্টা আংশিক কর্মবিরতির কারণে বেসরকারি হাসপাতালগুলির জরুরি বিভাগ ছাড়া সব পরিষেবা বন্ধ থাকবে।</p> <p>বেসরসারি হাসপাতালের চিকিৎসকদের একাংশের বক্তব্য, সরকার সাড়া দিচ্ছে না বলেই জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। ডায়াগনিস্টিক সেন্টার, প্রাইভেট চেম্বারেও কর্মবিরতি করার আহ্বান জানিয়েছেন বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা। সিনিয়র চিকিৎসক ভাস্কর পালের কথায়, "ওরা বিশ্বাস পাচ্ছে না যে ওদের সঙ্গে অভয়ার মতো ঘটনা ঘটবে না। আমরা বলেছি আংশিক কর্মবিরতি। লুকোচুরি খেলা বন্ধ করুন। মনোজ পন্থকে অনুরোধ করব, আপনি নিজে অনশন মঞ্চে আসুন। আমাদের বাধ্য করবেন না, সোমবার সকাল ছটায় এটা করতে।''</p> <p>এদিকে সোমবার জুনিয়র ডাক্তারদের অনশনের ৯ দিন, মঙ্গলবার <a title="সুপ্রিম কোর্ট" href="https://ift.tt/lVCWj09" data-type="interlinkingkeywords">সুপ্রিম কোর্ট</a>ে আর জি কর মেডিক্যাল মামলার শুনানি, ঠিক তার আগেই, ৮টি চিকিৎসক সংগঠনকে বৈঠকে আহ্বান করল রাজ্য সরকার। প্রত্যেক সংগঠনের ২জন করে প্রতিনিধিকে বৈঠকে যোগ দিতে অনুরোধ করলেন মুখ্যসচিব মনোজ পন্থ। সোমবার স্বাস্থ্যভবনে বেলা সাড়ে ১২ টায় হবে বৈঠক। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সকে ই-মেল করে বৈঠকে আহ্বান জানিয়েছেন মুখ্যসচিব।<br /><br /></p> <p><strong><u><em>আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। <a title="যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।" href="https://ift.tt/dDKRq9N" target="_blank" rel="nofollow noopener">যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।</a></em></u></strong> </p> <p><strong>আরও পড়ুন: <a title="Junior Doctors Hunger Strike: আমরণ অনশনের ৮ দিন, অসুস্থ আরও এক অনশনকারী পুলস্ত্য আচার্য" href="https://ift.tt/hXJqZeL" target="_self">Junior Doctors Hunger Strike: আমরণ অনশনের ৮ দিন, অসুস্থ আরও এক অনশনকারী পুলস্ত্য আচার্য</a></strong></p>
from আজ দশমী, কৈলাসে ফিরছেন উমা। মুদিয়ালি ক্লাবে দেবীবরণ, সিঁদুর খেলা https://ift.tt/Tln3Hq9
via IFTTT
from আজ দশমী, কৈলাসে ফিরছেন উমা। মুদিয়ালি ক্লাবে দেবীবরণ, সিঁদুর খেলা https://ift.tt/Tln3Hq9
via IFTTT