Doctors Protest: আংশিক কর্মবিরতির পথে আরও দুই বেসরকারি হাসপাতাল! জুনিয়র ডাক্তারদের পাশে থাকার বার্তা

<p><strong>সুকান্ত মুখোপাধ্যায় ও সন্দীপ সরকার, কলকাতা:</strong> ছড়াচ্ছে প্রতিবাদের আঁচ। আর জি কর-কাণ্ডের প্রতিবাদে এবং জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়ে, আংশিক কর্মবিরতির পথে হাঁটল আরও দুই বেসরকারি হাসপাতাল। শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য় আংশিক কর্মবিরতি ফর্টিসে। সোম ও মঙ্গলবার পেনডাউনের সিদ্ধান্ত পিয়ারলেসে।&nbsp;</p> <p><br />পুজো মণ্ডপে ঠাকুর দেখার ভিড় যেমন রয়েছে, তেমন অব্যাহত রয়েছে প্রতিবাদও। শনিবার রাত থেকে অনশনরত জুনিয়র ডাক্তারদের সমর্থনে এগিয়ে আসছেন সিনিয়র ডাক্তাররা।&nbsp;<br />একদিকে পরপর সরকারি হাসপাতালে গণইস্তফা।</p> <p>অন্যদিকে, একের পর এক বেসরকারি হাসপাতালে কর্মবিরতির পথে হাঁটছেন চিকিৎসকরা। অ্যাপোলো, মণিপাল, আর এন টেগোরের পর এবার আংশিক কর্মবিরতির সিদ্ধান্ত নিল ফর্টিস হাসপাতাল। আগামী বুধবার অবধি নন-ইমারজেন্সি পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মেডিকা হাসপাতালের চিকিৎসকদের একাংশ। দু'দিন পেন ডাউনের পথে হাঁটতে চলেছে পিয়ারলেস হাসপাতালও।</p> <p><br />ফর্টিস হাসপাতালের তরফে জানানো হয়েছে আর জি কর-কাণ্ডের প্রতিবাদে শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য আংশিক কর্মবিরতিতে যাচ্ছে তারা। সোম ও মঙ্গলবার পেন ডাউনের সিদ্ধান্ত নিয়েছে পিয়ারলেস হাসপাতাল। মেডিকা হাসপাতালেও ১৬ অক্টোবর অবধি নন-ইমারজেন্সি পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকদের একাংশ।&nbsp;</p> <p><strong>আরও পড়ুন, <a title="'ডেকে অপমান', সরকারের সঙ্গে বৈঠকের পর ক্ষোভে ফেটে পড়লেন জুনিয়র ডাক্তাররা" href="https://ift.tt/0RNlMr9" target="_blank" rel="noopener">'ডেকে অপমান', সরকারের সঙ্গে বৈঠকের পর ক্ষোভে ফেটে পড়লেন জুনিয়র ডাক্তাররা</a></strong></p> <p>এই মর্মে কর্তৃপক্ষকে চিঠি দিয়েছেন মেডিকা সুপারস্পেশালিটি হাসপাতালের ১১২ জন চিকিৎসক। এর আগে আংশিক কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছে অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হাসপাতাল, মনিপাল হাসপাতাল, আর এন টেগোর হাসপাতালের চিকিৎসকদের একাংশ। এবার এই তালিকায় যুক্ত হল ফর্টিস এবং পিয়ারলেস হাসপাতাল।&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p> <p><br />আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে<br />https://ift.tt/JIiLVfF>

from 'জুনিয়র চিকিৎসকদের নিরাপত্তার দায়িত্ব সরকারের', মন্তব্য IMA সভাপতির https://ift.tt/zTO341j
via IFTTT

Post a Comment

Previous Post Next Post