Asit Muzumder: জুনিয়র চিকিৎসকদের 'ডাকাত' বললেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের

<p><strong>চুঁচড়া:</strong> RG কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের (RG kar doctor death protest) পর বিভিন্ন সময় বিতর্কিত মন্তব্য করতে দেখা গেছে তৃণমূল কংগ্রেস নেতা-নেত্রীদের। এবার সেই তালিকা সংযোজন হলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। আন্দোলন ও অনশনকারী জুনিয়র চিকিৎসকদের সোজাসুজি ডাকাত বলে কটাক্ষ করলেন হুগলির জেলার চুঁচুড়ার তৃণমূল কংগ্রেস বিধায়ক অসিত মজুমদার (TMC MLA Asit Muzumder)। চিকিৎসকরা যে কাজে ফাঁকি দেন তা নিয়ে জনসাধারণের মধ্যে প্রচার করার প্রতিশ্রুতিও দিলেন।</p> <p>শুক্রবার চুঁচড়া আদালতের কিছুটা দূরে অবস্থিত রবীন্দ্র ভবনে বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের তরফে। সেখানে বক্তব্য রাখতে গিয়ে জুনিয়র চিকিৎসদের আন্দোলনকে তীব্র কটাক্ষ করেন চুঁচড়ার তৃণমূল কংগ্রেস বিধায়ক অসিত মজুমদার। তোপ দেগে বলেন, "যে চিকিৎসকরা আজ বড় বড় কথা বলছে তারা নিজেদের পিছনটা দেখছে না। ওরা রোগী দেখে ভিজিটের কোনও রসিদ দেয় না। এইভাবে ওরা ইনকাম ট্যাক্স ফাঁকি দিচ্ছে। এমনকি হাসপাতালে ডিউটি না করে বাইরে গিয়ে চেম্বারে বসে। বেশিরভাগ সময় হাসপাতালের রোগীদের অপারেশন করে না। রোগীর পরিস্থিতি শোচনীয় থাকলেও অপারেশনের সময় দেয় তিন মাস। পরে দেখা যায় ওই রোগীকেই বাইরের নার্সিং হোমে নিয়ে গিয়ে অপারেশন করছে। সেই তারাই এখন আন্দোলন করছে। মানুষকে জ্ঞান দিচ্ছে। তা আবার শুনতেও হচ্ছে। এদের লজ্জা হওয়া উচিত। এরা এক একটা ডাকাত। এই ডাকাতদের জন্য মানুষ সর্বস্ব হারাচ্ছে। ওরা আবার <a title="মমতা বন্দ্যোপাধ্যায়" href="https://ift.tt/EeU7q2n" data-type="interlinkingkeywords">মমতা বন্দ্যোপাধ্যায়</a>ের বিরুদ্ধে কথা বলছে। একটা আন্দোলনের ফান্ডে ১ কোটি ৭০ লক্ষ টাকা উঠে গেল। কারা দিল? কী করে হল? আবার বড় বড় কথা বলছে।"</p> <p>এরপরই তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরাও আন্দোলনে নামব। ওরা একটা মৃত্যুর বিচার চাইছে। আমরাও ওই মৃত্যুর বিচার চাইছি। পাশাপাশি এই সময় যত মানুষ বিনা চিকিৎসায় মারা গেছেন তাঁদেরও বিচার চাইব। "</p> <p>অসিত মজুমদারের এই বক্তব্যের কথা প্রকাশ্যে আসার পরেই বিতর্ক শুরু হয়েছে। বিরোধীদের পাশাপাশি সরব হয়েছেন সাধারণ মানুষও।</p> <p><strong><em>আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও।&nbsp;<a title="যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।" href="https://ift.tt/MXjr0L6" target="_blank" rel="nofollow noopener" data-saferedirecturl="https://www.google.com/url?q=https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/&amp;source=gmail&amp;ust=1729524679425000&amp;usg=AOvVaw02JLduoUVlQ-5ibCMJ1okb">যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।</a></em></strong></p> <p><strong><a title="আরও পড়ুন: Kunal Ghosh: অনশন নিয়ে জুনিয়র চিকিৎসদের ফের তোপ কুণাল ঘোষের, তালিকা তৈরির হুঁশিয়ারি" href="https://ift.tt/TDI87al" target="_blank" rel="noopener">আরও পড়ুন: Kunal Ghosh: অনশন নিয়ে জুনিয়র চিকিৎসদের ফের তোপ কুণাল ঘোষের, তালিকা তৈরির হুঁশিয়ারি</a></strong></p>

from RG Kar News : অনশন না তুলেই কাল মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে যোগ দেওয়ার ঘোষণা https://ift.tt/4mkchPw
via IFTTT

Post a Comment

Previous Post Next Post