Anubrata Mondal:'কোনও হানাহানি, ঝগড়ঝাঁটি করবেন না,' একসঙ্গে চলার বার্তা অনুব্রতর

<p><strong>ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম:</strong> একসময় নকুলদানা বা চড়াম চড়াম ঢাকের আওয়াজের কথা বলতে শোনা যেত তাঁকে। খোদ DSP-কে দাঁড় করিয়ে একেবারে ঘড়ি ধরে হুঁশিয়ারি দেওয়ার সাহসও কেবল তিনিই রাখতেন। গোটা জেলায় তাঁর নামেই বাঘে-গরুতে একঘাটে জল খেত। কিন্তু ১৮ মাস তিহাড়ে কাটানোর পর সেই তিনিই পুরো বদলে গিয়েছেন। হুমকি-হুঁশিয়ারির বদলে এখন সবাইকে একসঙ্গে নিয়ে চলার কথা বলছেন। তিনি আর কেউ নন, বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা ও জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।&nbsp;</p> <p><strong>একসঙ্গে নিয়ে চলার বার্তা:</strong> বঙ্গ রাজনীতির অন্যতম বর্ণময় চরিত্র, বীরভূমের অনুব্রত মণ্ডলের USP-ই হচ্ছে তাঁর ডায়লগ। কখনও বিরোধীদের আক্রমণ।&nbsp; কখনও আবার পুলিশকে সময় বেঁধে দেওয়া। অনুব্রত মণ্ডল মানেই হুমকি-হুঁশিয়ারি-খেলা হবে-চড়াম চড়াম ঢাকা বাজানোর মতো ডায়লগ। স্টেজের এদিক থেকে ওদিকে মুখে আঙুল দিয়ে সবাইকে চুপ করার নির্দেশ। কিন্তু দীর্ঘ ১৮ মাসের বন্দিদশা কাটিয়ে বৃহস্পতিবার প্রথম প্রকাশ্য সভায় কেষ্ট মণ্ডল যা বললেন, তাতে আগের সঙ্গে মিল খুঁজে পাওয়া দায়। এদিন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি বলেন, "আমি নেতা নই। আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। <a title="মমতা বন্দ্যোপাধ্যায়" href="https://ift.tt/Hlp4RU9" data-type="interlinkingkeywords">মমতা বন্দ্যোপাধ্যায়</a>কে আপনারা ফলো করুন। কোনও হানাহানি করবেন না। কোনও ঝগড়াঝাটি করবেন না। সবাইকে নিয়ে চলুন। পাশে ডেকে নিন, কাছে টেনে নিন। তাতে ভাল হবে। দলটা আরও বৃদ্ধি পাবে। আরও উন্নয়ন হবে।''<br /><br />এদিন তাঁর সভায় উপস্থিত ছিলেন না বীরভূমের বর্তমান জেলা সভাধিপতি কাজল শেখ। যার সঙ্গে অনুব্রতর সম্পর্ক কোনওদিনই মধুর নয়। কিন্তু সেই কাজল শেখ প্রসঙ্গেও উদার অনুব্রত। তিনি বলেন, "কোনও ঝগড়াঝাটি নয়। কার জন্য ঝগড়া করবেন? আমার জন্য? করতে হবে না। মন্ত্রীর জন্য? করতে হবে না। MLA-এর জন্য? করতে হবে না। আমি জানি না সভাধিপতি এসেছে কিনা। কাজল শেখ এসেছে? যাক আসতে পারেনি। যাক আসবে ঠিক আছে। এই মিটিংয়ে পারেনি, পরের মিটিংয়ে আসবে।''<u></u><br /><br />এদিন কার্যত অনুব্রত মণ্ডলের সামনেই ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন তৃণমূলের দুই গোষ্ঠীর কর্মী সমর্থক। মুরারইয়ের দু নম্বর ব্লকের পাইকরে আবার অনুব্রত মণ্ডল মঞ্চে থাকার সময়ই মঞ্চ হঠাৎ একদিকে হেলে যায়। নিরাপত্তারক্ষী ও দলীয় কর্মীরা এসে কোনওরকমে সামাল দেন। <a title="অনুব্রত মণ্ডল" href="https://ift.tt/koy3pFn" data-type="interlinkingkeywords">অনুব্রত মণ্ডল</a>কে নামিয়ে আনা হয় মঞ্চ থেকে।</p> <p><strong><u><em>আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও।&nbsp;<a title="যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।" href="https://ift.tt/kv5HPYb" target="_blank" rel="nofollow noopener">যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।</a></em>&nbsp;</u></strong> <br /><br /><strong>আরও পড়ুন: <a title="Bankura News: লাগাতার বৃষ্টির জের, জলের তলায় পড়ে রইল 'ঘরের লক্ষ্মী'" href="https://ift.tt/waPMf6Z" target="_self">Bankura News: লাগাতার বৃষ্টির জের, জলের তলায় পড়ে রইল 'ঘরের লক্ষ্মী'</a></strong></p>

from Weather Update: বিদায় নিয়েও পিছু ছাড়ছে না বৃষ্টি, ফের বঙ্গে বর্ষণের পূর্বাভাস https://ift.tt/JzEaxT3
via IFTTT

Post a Comment

Previous Post Next Post